জঙ্গি তৎপরতা ঠেকাতে সজাগ থাকার আহ্বান আইজিপির

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ জুন ২০১৭, ১৭:৫৭

ঈদ ও রথ উৎসব পালনের সময় জঙ্গি তৎপরতা ঠেকাতে পুলিশ ও জনসাধারণকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।

আইজিপি বলেন, ঈদ ও হিন্দু ধর্মালম্বীদের রথ উৎসব পালনের সময় জঙ্গি তৎপরতার ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। তারপরেও এ ব্যাপারে পুলিশ ও জনসাধারণকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

রাজধানীর আশপাশের মহাসড়কগুলো পরিদর্শন শেষে শুক্রবার বিকালে সাভারের নবীনগরে যাত্রা বিরতির সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইজিপি।

এক প্রশ্নের জবাবে পুলিশ প্রধান বলেন, আসন্ন ঈদ ও রথযাত্রাকে কেন্দ্র করে রাজধানী, মানিকগঞ্জ ও ধামরাইয়ের কোথাও জঙ্গি তৎপরতার কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে রথযাত্রা ও ঈদকে কেন্দ্র করে সব জায়গায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

জঙ্গি তৎপরতা বিস্তারের মত শক্তি ও সামর্থ্য জঙ্গিদের নেই উল্লেখ করে ঈদ ও রথ উৎসব পালনের সময় ধর্মীয় মূল্যবোধ থেকে সব ধর্মের মানুষদের সহিঞ্চু থাকার আহ্বান জানান তিনি।

ঢাকাটাইমস/২৩জুন/আইআই/এমআর

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :