যশোর কিশোর উন্নয়নকেন্দ্র থেকে লাশ উদ্ধার

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ জুন ২০১৭, ২০:২৮

যশোর কিশোর উন্নয়নকেন্দ্র থেকে পনের বছরের বয়সী গোবিন্দ নামে এক কিশোরের গলায় ফাঁস দেয়া লাশ উদ্ধার করা হয়েছে। সে আত্মহত্যা করেছে বলে কর্তৃপক্ষের ধারণা।

শুক্রবার বেলা ১১টার দিকে লাশটি উদ্ধার করে জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

গোবিন্দ রাজশাহী জেলার তানোর উপজেলার তাঁতীহাট এলাকার সুশীল সরেনের ছেলে।

কিশোর উন্নয়নকেন্দ্রের সহকারী পরিচালক মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, সকাল ১০টার দিকে গোবিন্দ কেন্দ্রের দ্বিতীয় তলায় সিঁড়ি ও মসজিদের পাশে ফাঁকা জায়গায় গ্রিলের সঙ্গে নিজের গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। অন্য কিশোরদের কাছ থেকে খবর পেয়ে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এক প্রশ্নে তিনি বলেন, গত ১৪ জুন সে রাজশাহী তানোর থানার একটি হত্যাপ্রচেষ্টা মামলায় (নম্বর ০৬/০৭.০৬.১৬) অভিযুক্ত হয়ে এখানে আসে। গোবিন্দ এখানে আসার পর কারো সঙ্গে মিশত না। বৃহস্পতিবার সকালে কিশোর উন্নয়নকেন্দ্রের প্রবিশন অফিসার মো. মাসুদ বিল্লাহর মোবাইল ফোনে তার মায়ের সঙ্গে কথা বলিয়ে দেন। এসময় মা তাকে বলেন, তিন মাস পর উকিল ধরে তোকে ছাড়ি নিয়ে আসব।

ছাড়া পেতে আরো দেরি হবে বুঝে সে আত্মহত্যা করতে পারে।

জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কল্লোল কুমার সাহা জানান, হাসপাতালে আনার আগেই গোবিন্দর মৃত্যু হয়েছে। কীভাবে মৃত্যু হয়েছে- তা ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া বলা যাবে না।

কোতয়ালি থানার এসআই শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

(ঢাকাটাইমস/২৩জুন/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :