পাটুরিয়া ঘাটে যানবাহনের চাপ কম

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ জুন ২০১৭, ০৯:৪৬

পাটুরিয়া ফেরিঘাট এলাকায় যানবাহন পারাপার অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে। শনিবার সকালে ঘাট এলাকায় ছোট গাড়ির চাপ কিছুটা থাকলেও বড় ধরনের কোনো যানবাহনের জট দেখা যায়নি। তবে দুপরের পর যানবাহনের চাপ কিছুটা বাড়তে পাড়ে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসির কর্মকর্তারা।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপ-মহাব্যস্থাপক আজমল হোসেন ঢাকাটাইমসকে জানান, এই মুহূর্তে পাটুরিয়া ফেরিঘাটে শতাধিক ছোট গাড়ি পারের অপেক্ষায় থাকলে বড় কোনো যানবাহনের জট নেই। তিনি বলেন, সরকারি চাকরিজীবীদের ঈদের ছুটি দীর্ঘ হওয়ায় এবং ঘাটের প্রস্তুতি ভাল থাকায় কোনো ধরনের ভোগান্তি ছাড়াই ঘরমুখো যাত্রীরা নির্বিঘ্নে পার হতে পারছে। পাটুরিয়া ঘাটে ছোট বড় মোট ১৭টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।

(ঢাকাটাইমস/২৪জুন/প্রতিনিধি/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :