জয়পুরহাট সীমান্তে গরু ব্যবসায়ীর লাশ

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ জুন ২০১৭, ১৭:৫১

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কড়িয়া সীমান্ত এলাকা থেকে তসলিম উদ্দীন (৪০) নামে এক গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে বিজিবি, যাকে বিএসএফ সদস্যরা পিটিয়ে হত্যা করেছে ধারণা করা হচ্ছে।

শনিবার দুপুর একটার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

তসলিম উদ্দীন পশ্চিম রামকৃষ্ণপুর গ্রামের নান্নু ফকিরের ছেলে। তিনি গরু ব্যবসা করতেন বলে জানা গেছে।

বিজিবি পাঁচবিবির কড়িয়া বিওপি ক্যাম্পের কমান্ডার চাঁন মিয়া জানান, দুপুরে পেট্রোল ডিউটিতে যায় ক্যাম্পের সদস্যরা। এ সময় ভারত-বাংলাদেশ কাঁটাতাঁরের বাংলাদেশ অভ্যন্তরের ১০০ গজ ভেতরে একটি মরদেহ পড়ে থাকতে দেখে তারা।

বিএসএফ সদস্যরা ওই বাংলাদেশিকে পিটিয়ে হত্যার পর বাংলাদেশের ভেতরে ফেলে রেখে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন বিজিবির এই কর্মকর্তা।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জয়পুরহাট-২০ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল ইমতিয়াজ চৌধুরী।

উদ্ধার করা মরদেহ পাঁচবিবি থানা পুলিশ জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

ঢাকাটাইমস/২৪জুন/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :