খুলনায় অস্ত্র-গুলিসহ দুই ডাকাত গ্রেপ্তার

ব্যুরো প্রধান, খুলনা
 | প্রকাশিত : ২৪ জুন ২০১৭, ২১:৫৫

খুলনা সদর থানা পুলিশের অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ দুইজন ডাকাতকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে শনিবার মামলা করা হয়েছে।

কেএমপির উপ-পুলিশ কমিশনার আব্দুল্লাহ আরেফর নেতৃত্বে খুলনা থানার মহিরবাড়ি ছোট খালপাড়া এলাকায় অভিযান চালানো হয়।

গ্রেপ্তাররা হলেন- নগরীর টিবি বাউন্ডারি রোডের ১৫/১ শুকনগর মোড়ের মো. মহিউদ্দিন আহমেদ ওরফে মহি এবং মহিরবাড়ি খালপাড় এলাকার মো. শরিফ হোসেন ওরফে বাবু। তাদের কাছ থেকে পুলিশ তিন রাউন্ড গুলি, একটি রামদা ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।

ঈদ উপলক্ষে তারা ডাকাতি ও ছিনতাইয়ের প্রস্তুতিকালে গোপন সংবাদে তাদের অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করা হয়েছে বলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এম মিজানুর রহমান জানান।

কেএমপির উপ-পুলিশ কমিশনার আব্দুল্লাহ আরেফ ঢাকাটাইমসকে জানান, এরা একটি সঙ্গবদ্ধ দল। নগরীর বিভিন্ন জায়গায় ডাকাতি ও ছিনতাই করে থাকে। তাদের শণাক্ত করে অবশেষে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৪জুন/এসএএইচ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :