অসহায় বৃদ্ধার দায়িত্ব নিলেন ডিসি

মনোনেশ দাস, ময়মনসিংহ
 | প্রকাশিত : ২৪ জুন ২০১৭, ২৩:৫০

ময়মনসিংহে শহরের মহারাজা রোডে মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয় সংলগ্ন মন্দিরের পাশে দেখা মিলল এক বৃদ্ধার। প্রায় বিবস্ত্র এই নারীর ছবি শনিবার বিকার ৪টার দিকে ফেসবুক ওয়ালে পোস্ট করেছেন মোতালেব লাল নামে একজন।

পরে হাত ঘুরে ঢাকাটাইমস ব্যুরো প্রধান মনোনেশ দাসের ফেসবুক ওয়ালে পোস্ট করার পর জেলা ময়মনসিংহ প্রশাসক মো. খলিলুর রহমান সংশ্লিষ্টকে নির্দেশনা দেন।

প্রসঙ্গ, প্রথম পোস্টদাতা মোতালেব কোন মন্তব্য না লিখে ফেসবুক বন্ধুদের কাছে ক্যাপশন বা মতামত চাইলেন। পরে সুবির ধর বিলু সেই পোস্টে মন্তব্যে প্রশ্ন জুড়ে দিয়ে লিখেছেন, ‘এই কি সুখী বাংলাদেশ? সনদ ঘোষ মন্তব্য করেছেন, উন্নয়নের রক্তিম কপালে কলঙ্ক তিলক।’

পোস্টটি ঢাকাটাইমসের ব্যুরো প্রধান ও ময়মনসিংহ সদর প্রেসক্লাব সাধারণ সম্পাদক মনোনেশ দাস নিজের ওয়ালে পোস্টদাতার বরাত দিয়ে আবার পোস্ট করেন। তখন চোখে পড়ে মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলকার নায়নের। মনোনেশ দাসের পোস্টে ইউএনও জুলকার নায়ন মন্তব্য করে লিখেছেন, ‘আপনি দ্রুত আমার সাথে যোগাযোগ করান, ভাতাসহ সব সহযোগিতা করার ব্যবস্থা করব সদর ইউএনওর সাথে কথা বলে।’

এই পোস্টে মন্তব্য করেছেন, ময়মনসিংহ জেলা প্রশাসক মো. খলিলুর রহমান। তিনি তার মন্তব্যে লিখেছেন, ‘অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা আইটিসি) মোহাম্মদ আব্দুল লতিফ ইউএনও সদরের সাথে কথা বলে ব্যবস্থা নিন। তবে, ফেসবুক পোস্টে এবং মন্তব্যে ওই বৃদ্ধার পরিচয় কেউ জানাতে পারেননি।’

(ঢাকাটাইমস/২৪জুন/ব্যুরো প্রধান/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :