সৌদিতে সাধারণ ক্ষমার শেষ দিন আজ

আমীর চারু রিয়াদ, সৌদি আরব
| আপডেট : ২৫ জুন ২০১৭, ১৫:০০ | প্রকাশিত : ২৫ জুন ২০১৭, ১২:১৩

বিনা জরিমানায় তিন মাসের মধ্যে সৌদি আরব ত্যাগ করতে দেশটিতে বসবাসরত অবৈধ অভিবাসীদের বিশেষ সাধারণ ক্ষমার শেষ দিন আজ। সে কারণে ঈদুল ফিতরের ছুটি থাকা সত্ত্বেও আজ বাংলাদেশ দূতাবাস খোলা রাখা হয়েছে।

সৌদি আরবের তৎকালীন যুবরাজ ও উপ প্রধানমন্ত্রী প্রিন্স মোহাম্মদ বিন নায়েফ গত ১৯ মার্চ ঘোষণা দেন, ‘আগামী ২৯ মার্চ থেকে শুরু হবে এই সাধারন ক্ষমার মেয়াদ যা বলবৎ থাকবে পরবর্তী ৯০ দিন পর্যন্ত।

৯০ দিনের সেই সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হচ্ছে আজ । এদিকে আজ সৌদি আরবে পালিত হচ্ছে মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। সরকারি ভাবে ছুটির দিন হলেও অবৈধ অভিবাসীদের কথা মাথায় রেখে বাংলাদেশ দূতাবাস ঈদের দিনও খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে।

বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ‘সৌদি আরব সরকারের সাধারণ ক্ষমার আওতায় অবৈধ বাংলাদেশিদের দেশে ফিরতে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের জন্য যে সময় বেঁধে দিয়েছিল, তা ২৫ জুন অর্থাৎ আজ শেষ হচ্ছে। এর মধ্যে যারা নিবন্ধন করেছেন পরবর্তী দুই মাসে পর্যায়ক্রমে তাদের দেশে ফেরত পাঠানো হবে। যেহেতু মেয়াদের

সীমা আজ শেষ হচ্ছে, তাই বাংলাদেশ দূতাবাস শুধু মাত্র আউটপাশ ও এক্সিট ভিসার জন্য আজ পরিসেবা দিবে ।'

ইতিমধ্যেই সৌদি অভিবাসন অধিদপ্তর জানিয়েছে, সাধারণ ক্ষমার মেয়াদ আর বাড়ানো হবে না ।

সৌদি অভিবাসন বিভাগের প্রধান মেজর জেনারেল সুলাইমান আল ইয়াহইয়া এক বিবৃতিতে জানিয়েছেন, ‘সাধারণ ক্ষমার মেয়াদ বাড়ানো হবে না। অবৈধ অভিবাসীদের শেষ সুযোগ দিতে ঈদের ছুটিতেও জাওয়াজাত (পাসপোর্ট অধিদপ্তর) কাজ করবে।’

সময় সীমার মধ্যে আউটপাস ও এক্সিট ভিসা সংগ্রহ করে দেশে ফেরত না গেলে অবৈধ অভিবাসীদের শাস্তি হিসেবে জেল জরিমানা বিধান রাখা হয়েছে। বিধানে বলা হয়েছে অপরাধের প্রকারভেদে সর্বোচ্চ এক লাখ সৌদি রিয়াল জরিমানা ও দুই বছর কারাদণ্ডাদেশ হতে পারে।

এক সমীক্ষায় দেখা গেছে, গত ২০ রমজান পর্যন্ত সাধারণ ক্ষমার আওতায় বিভিন্ন দেশের পাঁচ লাখ ২৫ হাজার ২৩৫ জন অবৈধ অভিবাসীকে এক্সিট ভিসা দেওয়া হয়েছে। এ পর্যন্ত এক লাখের বেশি অবৈধ অভিবাসী এ সুযোগ নিয়ে সৌদি আরব ছেড়েছেন। তবে এর মধ্যে বাংলাদেশের কতজন এ সুযোগ গ্রহণ করেছেন তা জানা যায়নি।

(ঢাকাটাইমস/২৫জুন/জেএস)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

গাজায় আরও ৭১ ফিলিস্তিনির প্রাণহানি 

ফেসবুকে রোহিঙ্গাবিদ্বেষ ছড়ানোর নেপথ্যে ছিল মিয়ানমারের জান্তা: জাতিসংঘ

রাফাহতে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি বাহিনী: নেতানিয়াহু

নির্বাচন করার জন্য অর্থ নেই, সরে দাড়ালেন ভারতীয় অর্থমন্ত্রী

সিরিয়ার আলেপ্পোতে ইসরায়েলি হামলায় নিহত ৩৮

দ. আফ্রিকায় বাস খাদে পড়ে নিহত ৪৫, অলৌকিকভাবে বেঁচে গেল শিশু

দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যার পর বালিচাপা দিলো ইসরায়েলি সেনারা 

গাজায় যুদ্ধাপরাধে জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আইসিসির প্রতি আহ্বান

কলকাতা বিমানবন্দরে চলল গুলি, নিরাপত্তা কর্মীর মৃত্যু

ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে হুমকি পেলেন জাতিসংঘের বিশেষজ্ঞ

এই বিভাগের সব খবর

শিরোনাম :