জেলায় জেলায় রথযাত্রা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৫ জুন ২০১৭, ১৮:২২ | প্রকাশিত : ২৫ জুন ২০১৭, ১৮:০৮

ধর্মীয় নানান আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে সারাদেশে সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা ও মহোৎসব অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দিনব্যাপী মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, পূজাঅর্চনা, গীতাপাঠ ও কীর্তনের মাধ্যমে এ উৎসব অনুষ্ঠিত হয় জেলায় জেলায়।

গোপালগঞ্জে রথযাত্রা

গোপালগঞ্জের বিভিন্ন স্থানে নানান আয়োজনের মধ্য দিয়ে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা ও মহোৎসব অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষ্যে আজ রবিবার দুপুর ১২ টায় জেলা শহরের পাঁচুড়িয়া রাই রসরাজ সেবাশ্রম, রাধাকৃষ্ণ নামহট্ট মন্দির (ইস্কন), ওড়াকান্দি হরিচাঁদ ঠাকুরের বাড়ি, জলিরপাড় গ্রামের রায়বাড়ি সেবাশ্রমের পক্ষ থেকে হিন্দু-ধর্মাবলম্বীরা জগন্নাথ দেবের পূজা করে রথ যাত্রার সূচনা করেন।

পরে বিকাল ৩টায় তিথি অনুযায়ী স্ব স্ব মন্দির প্রাঙ্গণে রথ টানা হয়। জেলার মধ্যে সবচে বড় রথ উৎসব অনুষ্ঠিত হয় শহরের রাই রসরাজ সেবাশ্রমে।

এ অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের নারী, পুরুষ ও শিশু সহ বিভিন্ন বয়সের মানুষ অংশ নেয়। জগন্নাথ দেবের রথযাত্রা ও মহোৎসব উপলক্ষ্যে মন্দির প্রাঙ্গণে বসে বসে রথ মেলা। মেলায় হাজার হাজার মানুষ ভিড় জমায়।

বাগেরহাটে রথযাত্রা

নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের বাগেরহাটে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

দুপুর আড়াইটায় প্রায় আড়াইশ বছরের পুরানো ঐতিহ্যবাহী বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের লাউপালা গ্রামের গোপাল জিউর মন্দিরে হাজার হাজার হিন্দু ধর্মাবলম্বীরা জড়ো হয়ে পূণ্যলাভের আশায় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথটানে অংশ নেন। মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে রথটানের শুভ সূচনা হয়। রথযাত্রা উপলক্ষে মাসব্যাপী মেলার আয়োজন করা হয়েছে।

রথযাত্রা উপলক্ষে গোপাল মন্দিরে পূজাঅর্চনা, গীতাপাঠ, ধর্মীয় রামায়ণ, কীর্তনগানসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পূজা শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। এছাড়া একই সময়ে বাগেরহাট শহরের শ্রী শ্রী রাধেশ্যাম ও গোবিন্দ মন্দিরে জগন্নাথ দেবের রথটান অনুষ্ঠিত হয়।

রথটানের আগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাগেরহাট রথযাত্রা উৎসব উদযাপন পরিষদের সভাপতি অম্বরিষ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক তপন কুমার বিশ^াস, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান, শাহদাৎ হোসেন, পূজা উদযাপন পরিষদের সভাপতি অমিত রায় ও সাংবাদিক বাবুল সরদার প্রমুখ।

বাগেরহাট রথযাত্রা উৎসব উদযাপন পরিষদের সভাপতি অম্বরিষ রায় বলেন, প্রতি বছর আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথিতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা হয়ে থাকে। নানা ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথটান অনুষ্ঠিত হয়েছে। রথযাত্রা উপলক্ষে মন্দির প্রাঙ্গণে মাসব্যাপী মেলার আয়োজন করা হয়েছে। নয়দিন পরে জগন্নাথ দেবের উল্টো রথটান হবে।

ফরিদপুরে রথযাত্রা

ফরিদপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথ যাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল আটটায় চৌধুরী বাড়ির একটি রথ টেনে ফরিদপুর শ্রী অঙ্গনে নিয়ে আসা হয় সেখানে শ্রী অঙ্গনের রথের সাথে দুটি রথের একত্রে শ্রী শ্রী জগন্নাথ দেবের পূজা অর্চনা করা হয়।

পরে নারী পুরুষ ভক্তরা রথের দড়ি টেনে শহরতলীর ব্রাহ্মণকান্দার জগদ্বন্ধু সুন্দরের আঙ্গিনায় নিয়ে যায়। আগামী শনিবার উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে।

ময়মনসিংহে রথযাত্রা

ময়মনসিংহে মুক্তাগাছায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বেলা সাড়ে ১২টা থেকে শুরু হয় এ অনুষ্ঠান। মুক্তাগাছা ৫৬ প্রহর মাঠ মন্দির কমিটি নানা অনুষ্ঠানের আয়োজন করে।

বিকালে অনুষ্ঠিত শোভাযাত্রায় নেতৃত্ব দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলকার নায়ন, ৫৬ প্রহর মাঠ কমিটির সভাপতি জ্ঞানেন্দ্র চন্দ্র পাল, সাধারণ সম্পাদক দোবশীষ ঘোষ বাপ্পী, শশিঙ্ক মোহন দে, বীরেন্দ্র চন্দ্র ছান্টু, ডেন্টিস্ট আইনাল হক প্রমুখ।

শোভাযাত্রা ৫৬ প্রহর মাঠ থেকে কালিবাড়ি পুকুর পাড়, জমিদারবাড়ি রোড, কলেজ রোড হয়ে মহারাজারোড দরিচারআনি বাজার রাধা গোবিন্দ মন্দিরে এসে শেষ হয় ।

৫৬ প্রহর মাঠে সকালে বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয় রথযাত্রার অনুষ্ঠানমালা।

তন্মধ্যে হরিনাম সংকীর্তন, বিশ্ব শান্তি ও মঙ্গল কামনা, প্রসাদ বিতরণ, আলোচনা সভা, পদাবলি কীর্তন, আরতি কীর্তন, শ্রীমদ্ভাগবত গীতা পাঠ প্রভৃতি।

৩ জুলাই সোমবার উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হবে এ উৎসব।

জানা যায়, দীর্ঘ বিচ্ছেদের পর কৃষ্ণের বৃন্দাবন প্রত্যাবর্তনের স্মরণে এই উৎসব আয়োজিত হয়ে থাকে।

(ঢাকাটাইমস/২৫জুন/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

ট্রেনে ঈদযাত্রা: ৮ এপ্রিলের টিকিট বিক্রি শুরু

ঢাকায় কর দিয়ে ২৬৮০ বিয়ে 

সংরক্ষিত আসনের এমপিদের মধ্যেও সংখ্যায় এগিয়ে ব্যবসায়ীরা: সুজন

মানবাধিকার ও ভোক্তা অধিকার রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জরুরি: ড. কামাল উদ্দিন

বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে রেলকে গড়ে তুলতে হবে: রেলমন্ত্রী

ইভ্যালির রাসেল-শামিমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

জিম্মি নাবিকদের মুক্তির আলোচনা অনেকদূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

ডিএনসিসি কার্যালয় সরানোর মধ্য দিয়ে কারওয়ান বাজার স্থানান্তরের প্রক্রিয়া শুরু 

বিএসএমএমইউ উপাচার্যের দায়িত্ব নিলেন দীন মোহাম্মদ, বললেন ‘কোনো অন্যায় আবদার শুনব না’

এই বিভাগের সব খবর

শিরোনাম :