ঈদে উৎসবের উপযোগী থাকবে রাজধানীর আবহাওয়া

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৫ জুন ২০১৭, ১৯:৩৪ | প্রকাশিত : ২৫ জুন ২০১৭, ১৯:২৫

ঈদের দিন যারা নামাজ কিংবা ঘুরতে বের হবেন তাঁদের জন্য খুব একটা ভাল খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তারা জানিয়েছে, ঈদের দিন রাজধানীতে জনজীবনে বিঘ্ন হওয়ার মত বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। কোথাও মেঘ বৃষ্টি হয়ে ঝরলেও সেটা হবে খুবই হালকা।

আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা আফতাব উদ্দিন ঢাকাটাইমসকে বলেন, ‘যদিও এখন বর্ষাকাল। তারপরও ঈদের দিন ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই। কোথাও কোথাও হালকা ও বিক্ষিপ্ত বৃষ্টি হলেও হতে পারে। তবে তা ঢাকাবাসীকে দুর্ভোগে ফেলার মত হবে না।’

ঢাকার বাইরে আবহাওয়া কেমন থাকবে? আফতাব উদ্দিন বলেন, ‘গতকাল ঢাকার বাইরে শ্রীমঙ্গল ও সিলেট অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে। এই অঞ্চলে বরাবরের তুলনায় কিছুটা বৃষ্টি হয়ে থাকে। তবে আজ রবিবার আকাশের অবস্থা যেমন থাকবে ঠিক তেমনটি কাল থাকার সম্ভাবনা রয়েছে।’

‘সকাল থেকে সিলেট অঞ্চলে এবং শ্রীমঙ্গলের বিভিন্ন এলাকায় মাঝারী থেকে ভারী বর্ষণ হবে। এছাড়াও ঢাকার আশে পাশের এলাকাগুলো প্রায় শুষ্ক থাকবে।’

গতবছর ঈদের দিন ঝুম বৃষ্টির কারণে উৎসবে ভাটা পড়ে। ভোর থেকে শুরু হওয়া বৃষ্টি থামে দুপুরে। নামাজ পড়তে যাওয়া প্রত্যেকেই কাকভেজা হয়ে বাসায় ফিরেছিল।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ রবিবার সকাল নয়টা থেকে আগামী ২৪ ঘন্টার মধ্যে রংপুর, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরণের বৃষ্টি অথবা ভারী বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে।

এইদিকে বাংলাদেশের উত্তর বঙ্গোপসাগরে তথা পশ্চিমবঙ্গের নিকট একটি লঘুচাপ অবস্থান করছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগর অন্যত্র দুর্বল থাকায় মাঝারি অবস্থান বিরাজ করছে।

(ঢাকাটাইমস/২৫জুন/এসও/ডব্লিউবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :