ইতালিতে ঈদুল ফিতর পালিত

ইউরোপ ব্যুরো প্রধান, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ জুন ২০১৭, ১৯:৪৫

ইতালিতে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে মুসলমানদের বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। ইতালির রাজধানী রোমের পিয়াচ্ছা ভিত্তোরিয়ায় বাংলাদেশ সমিতির সার্বিক তত্ত্বাবধানে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মার সুখ, শান্তি ও উন্নতি কামনা করে দোয়া করা হয়।

রবিবার সাপ্তাহিক ছুটি থাকায় মুসল্লিদের ভিড় ছিল চোখে পড়ার মত।

এছাড়া ইতালির বাণিজ্যিক রাজধানী মিলানে বাংলাদেশি কমিউনিটি পরিচালিত পাঁচটি মসজিদে তিনটি করে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এছাড়াও ভেনিস, নাপলি, পালেরমো, বলোনিয়া, ভারেজ, গালারাতে, ভিসেন্সা, বারী, মোনছা শহরগুলোতেও বাঙ্গালি কমিউনিটির তত্ত্বাবধানে ঈদুল ফিতরের নামাজ আদায় করা হয়।

প্রবাসী বাংলাদেশিরা নামাজ আদায় করে একে অন্যের সঙ্গে কোলাকুলি করেন এবং কুশল বিনিময় করেন।

উল্লেখ্য ইতালিতে সরকারি হিসাব মতে বসবাসকারী মুসলমানের সংখ্যা প্রায় ২০ লাখ। এদের অধিকাংশই অভিবাসী। তার বিপরীতে সরকারি তালিকাভুক্ত মসজিদের সংখ্যা মাত্র আটটি। এছাড়াও গাড়ি রাখার গ্যারেজ, পরিক্ত্যক্ত ভবন ভাড়া নিয়ে ইতালিতে বসবাসকারী মুসলিম সম্প্রদায় নামাজের স্থান হিসাবে ব্যবহার করে। যার সংখ্যা ২ হাজারেরও বেশি।

ঢাকাটাইমস/২৫জুন/কমরেড/এমআর

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :