ফরিদপুরে দুঃস্থদের মধ্যে ঈদের কাপড় বিতরণ

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ জুন ২০১৭, ১৯:৪৬

ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিতে ফরিদপুরের সালথা ও নগরকান্দা উপজেলার পাঁচ হাজার গরিব নারী ও পুরুষের মধ্যে ঈদের কাপড় বিতরণ করা হয়েছে। এগুলোর মধ্যে ছিল শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি।

রবিবার সকালে নগরকান্দার তালমা ইউনিয়নের কদমতলীতে চেয়ারম্যানবাড়ীতে কেন্দ্রীয় যুবলীগের সদস্য জামাল হোসেন মিয়া দুঃস্থদের হাতে ঈদ উপহার সামগ্রী তুলে দেন। এ সময় উপস্থিত মানুষরা আনন্দ প্রকাশ করে।

অপরদিকে জেলার আলফাডাঙ্গা ও বোয়ালমারীতে বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ নেতা আরিফুর রহমান দোলন পাঁচ হাজার নারী পুরুষের হাতে ঈদের নতুন শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবি ও নগদ টাকা তুলে দেন।

দোলন বলেন, ঈদের আনন্দ কোনো বিশেষ শ্রেণির জন্য নয়। গরিব-ধনী সবাই যেন এই আনন্দ ভাগাভাগি করে নিতে পারে, সে জন্যই সবাইকে উদ্যোগী হওয়া প্রয়োজন। আর এই তাগিদ থেকেই তিনি এই উদ্যোগ নিয়েছেন।

ঢাকাটাইমস/২৫জুন/প্রতিনিধি/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :