বার্সেলোনায় বাঙালি নারীদের মেহেদী সন্ধ্যা

কমরেড খোন্দকার, ইউরোপ ব্যুরো প্রধান
 | প্রকাশিত : ২৫ জুন ২০১৭, ২২:৩৬

ঈদের কেনাকাটা শেষ হয়ে এসেছে। এবার মেহেদীর রঙে হাত রাঙানোর পালা। মেহেদীর লাল রং নারীদের ঈদ আনন্দ বাড়িয়ে দেয়, পূর্ণতা দেয় সাজে। ছোট থেকে বড় সব বয়সের মেয়েদের কাছে কদর রয়েছেন নতুন পোশাকের সাথে হাতে নকশা করা মেহেদি ছোঁয়ার। সময়ের সাথে মেহেদির নকশা এবং ধরনে এসেছে পরিবর্তন।

একসময় বাড়ির মেহেদী গাছের পাতা বেঁটে কাঠি দিয়ে হাতে নকশা করা হতো। বাটা মেহেদী দিয়ে নানা রকম নকশায় হাত রাঙাত তরুণীরা। এখন বাজারে টিউব মেহেদী পাওয়া যায়। আমাদের দেশের নারীদের এ যেন এক চিরাচরিত নিয়ম। এ নিয়মের বাইরে নয় প্রবাসে বসবাসরত বাংলাদেশি নারীরাও।

তেমনি ঈদকে সামনে রেখে মেহেদীতে হাত রাঙাচ্ছেন স্পেনের বার্সেলোনায় বন্ধুসুলভ মহিলা সংগঠনের নারীরাও।

সংগঠনের সাধারণ সম্পাদিকা খাদিজা আক্তার মনিকা বলেন, ‘ঈদ এলে মেহেদী রংঙে দুহাত রঙিন না করলে যেন ঈদটাই অসম্পূর্ণ থেকে যায়।আর দলবেঁধে মেহদী লাগানোর আনন্দোই আলাদা।’

সালমা গত দুই বছর যাবত স্পেনে বসবাস করছেন। তিনি বলেন, ‘দেশে থাকতে সব বোনেরা মিলে এক সাথে রাত জেগে মেহেদী লাগাতাম। প্রবাসে থেকে ওদেরকে অনেক মিস্ করছি।’

সেঁজুতি প্রথমবারের মত প্রবাসে ঈদ কাটাচ্ছেন। তিনি বলেন, ‘এই প্রথম আপনজনকে ছাড়া ঈদ করছি। আর মেহেদী রঙ সেটা এখনো বাকি আছে। প্রবাসে বেড়ে উঠা ছোট ছোট বাচ্চাদের মধ্যে ছিল সে এক অন্য রকম আনন্দ।’

তানিয়া, রুমা, মুন্নি সকলেই মেহেদীতে হাত রাঙিয়েছেন।

ঢাকাটাইমস/২৫জুন/সিকে/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :