পাকিস্তানে ট্যাংকার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫৩

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৬ জুন ২০১৭, ১২:৪৪ | প্রকাশিত : ২৬ জুন ২০১৭, ১২:৩৬

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ভাওয়ালপুর জেলার পূর্ব আহমদপুর শহরের কাছে তেলবাহী ট্যাংকারের ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫৩ জনে পৌঁছেছে।

রবিবার সকালে সড়কের ওপর উল্টে পড়ে যাওয়ার পর ফুটো হয়ে তেলবাহী লরির ট্যাংক থেকে তেল বের হতে থাকে। ওই তেল সংগ্রহের জন্য বালতি, কন্টেইনার নিয়ে নারী-শিশুসহ বিপুলসংখ্যক স্থানীয় লোকজন জড়ো হন। সম্ভবত ঘটনাস্থলের আশপাশে থাকা কেউ একজন সিগারেট ধরানোর চেষ্টা করেন। এ সময় ট্যাংকারটিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। আর এতে মৃত্যু হয়েছে ১৫৩ জনের।

সোমবার পাকিস্তান ভিত্তিক গণমাধ্যম ডন নিউজ জানায়, ৪০ হাজার লিটার তেল নিয়ে লরিটি করাচি থেকে লাহোর যাচ্ছিল। পাঞ্জাবের ভাওয়ালপুর জেলার পূর্ব আহমদপুর শহর থেকে আট কিলোমিটার দূরে অবস্থিত কাচি পুল এলাকায় পৌঁছার পর দ্রুত বাঁক নিতে গিয়ে লরিটি সড়কের পাশে উল্টে পড়ে। বেশ কিছুক্ষণ পর বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত ১৫৩ জন নিহত এবং শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

দক্ষিণ পাঞ্জাবের ভাওয়ালপুর ভিক্টোরিয়া হাসপাতালের এক চিকিৎসক জানান, মুলতান হাসপাতালে সর্বশেষ মৃত্যুর ঘটনাগুলো ঘটেছে। গুরুতর অগ্নিদগ্ধ ৫০ জনকে সেখানে নেয়া হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের শরীর ব্যাপকভাবে পুড়ে গেছে।

ঐ অঞ্চলের জ্যেষ্ঠ এক উদ্ধার কর্মকর্তা জানান, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। কয়েক ডজনের অবস্থা এখনো আশংকাজনক।

পুলিশ সূত্র জানায়, হঠাৎ লরিটিতে বিস্ফোরণ ঘটে। এ সময় তেল সংগ্রহে ব্যস্ত গাড়িটির আশপাশে থাকা জনতার গায়ে আগুন ধরে যায়। ঘটনাস্থলের আশপাশে থাকা কেউ একজন সিগারেট জ্বালানোর চেষ্টা করেন। এ সময় আগুনের স্ফুলিঙ্গ থেকে ট্যাংকে আগুন ধরে যায়। তেল সংগ্রহ করতে আসা মোটরসাইকেল ও গাড়িগুলোতে আগুন ধরে যায়। ঘটনার সময় কাছাকাছি অবস্থানরত কমপক্ষে ছয়টি গাড়ি ও ১২টি মোটরসাইকেল ভস্মীভূত হয়েছে।

জ্যেষ্ঠ উদ্ধার কর্মকর্তা মোহাম্মদ বাকার সর্বশেষ নিহতের খবর নিশ্চিত করে বলেছেন, অনেকের শরীর এতটাই পুড়ে গেছে যে তাদের ডিএনএ পরীক্ষা না করে পরিচয় নিশ্চিত হওয়া সম্ভব নয়।

(ঢাকাটাইমস/২৫জুন/জেএস)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

তীব্র গরমে বিশ্বব্যাপী বছরে ১৯ হাজার শ্রমজীবীর মৃত্যু

গাজা ইস্যুতে উত্তাল যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলো 

ফের দফায় দফায় ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান

ইরানে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র নিজেরাই ধ্বংস করে ইসরায়েল!

মালদ্বীপে সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী চীনপন্থি প্রেসিডেন্ট মুইজ্জুর দল

পাকিস্তান সফরে ইরানের প্রেসিডেন্ট রাইসি 

ব্যর্থতার দায় নিয়ে ইসরায়েলের সামরিক গোয়েন্দা প্রধানের পদত্যাগ 

২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল করলো কলকাতা হাইকোর্ট

ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান তুরস্কের

সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে ইরাকি সশস্ত্র গোষ্ঠীর রকেট হামলা  

এই বিভাগের সব খবর

শিরোনাম :