‘প্রেম করা ছাড়া বলিউডে এন্ট্রি সহজ নয়’

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ জুন ২০১৭, ১৫:০৩

এখন দেখলে বোঝার উপায় নেই, ইনি নব্বইয়ের দশকের নায়িকা। তার ‘আঁখে’ ছবির সেই বিখ্যাত গান ‘লাল দুপাট্টেওয়ালি’র বয়সও হয়ে গেল চব্বিশ বছর। আর এক দশক আগে যেমন হঠাৎ করে বলিউড ছেড়ে দিয়েছিলেন রিতু শিবপুরী। তার ক্যামব্যাকও তেমনই ঝোড়ো হাওয়ার মতো।

তবে ‘হঠাৎ’ শব্দে তীব্র আপত্তি তার। ‘হঠাৎ না। মনের কথা শুনেছিলাম। বিয়ের পর কাজ আর পরিবার, দুটোর মধ্যে কিছুতেই ভারসাম্য করতে পারছিলাম না। শ্যুট শেষ করে যখন ফিরতাম, দেখতাম বর ঘুমিয়ে পড়েছে। আর ও যখন দিনে বেরোত, আমি তখন ঘুমোতাম। বাচ্চা হওয়ার পর সমস্যা আরও বেড়ে গেল। তাই একদিন ঠিক করলাম, এমনটা চলতে পারে না। তাই ছেড়ে দিলাম অভিনয়’- বলছিলেন রিতু। বাচ্চারা বড় হয়েছে, তাই ক্যারিয়ারে মন দিলেন। তবে এ বার অবশ্য ছোট পর্দায়।

স্টার প্লাসের ‘ইস পেয়ার কো ক্যায় নাম দু’ ধারাবাহিকে। কিন্তু ছোট পর্দা কেন?

‘চিত্রনাট্য পড়ে এত ভালো লেগেছিল যে, তিন সেকেন্ডে ‘হ্যাঁ’ বলেছিলাম। আর এখন টিভি তো সব ঘরে ঘরে। সিনেমা দেখতে যাক আর না যাক, লোকে টিভি না দেখে থাকতে পারবে না। আমার মনে হয় টিভির মাধ্যমে অনেক বেশি লোকের কাছে সহজে পৌঁছে যাওয়া যায়।’

রিতু মনে করেন, এখন ভারতীয় টিভি যথেষ্ট পরিণত। ভালো ভালো কনটেন্ট আসছে ছোট পর্দায়। কাজের পরিধিটাও বেড়ে গিয়েছে।গত বছর যেমন ‘টোয়েন্টি ফোর’ টিভি সিরিজে অভিনয়ের জন্য পেয়েছিলেন দাদাসাহেব ফালকে পুরস্কার।

বলিউডে ফেরত আসা নিয়ে ভাবছেন না?

‘আমি তেমন স্ট্রিট স্মার্ট নই। আমার কোনও কানেকশনও নেই। সম্পর্ক ছাড়া বলিউডে কাজ পাওয়া মুশকিল। প্রযোজক, পরিচালক বা নায়কদের সঙ্গে প্রেম না করলে সহজে সুযোগ মিলবে না’- স্পষ্ট জানালেন রিতু।

নিজেই বলছিলেন, এমন দু’-তিনটে প্রেম তাকেও করতে হয়েছে। আর সেটাই মেনে নিতে পারছিলেন না। প্রতিভার তা হলে কোনও জায়গা নেই?

‘থাকবে না কেন! প্রতিভা ছাড়া বেশি দিন টিকতেই পারবে না। সম্পর্কে বলিউডে ঢোকা সহজ হয়ে যায়’- জবাব তার।

এত বছর পর ইন্ডাস্ট্রিতে এসে নতুনদের সঙ্গে প্রতিযোগিতা কেমন?

‘প্রতিযোগিতা তো আগেও ছিল। সব সময় থাকবে। কিন্তু আমি মায়ের চরিত্রও করতে পারি আবার প্রেমিকার রোলেও। সেটা ক’জন পারবে’ হাসতে হাসতে বলছিলেন তিনি।

বিভিন্ন চরিত্রে অভিনয় করতেই কি এমন মেকওভার? নাকি হলিউডে যাওয়ার পরিকল্পনা আছে? বেশ হাসলেন রিতু। বললেন, ‘এখনও তো হলিউড নিয়ে কিছু ভাবিনি। ‘ইস পেয়ার কো...’র লুক কিন্তু পুরো আলাদা। ওখানে একেবারে নির্ভেজাল ভারতীয়। তবে বলছেন যখন, হলিউডে যাওয়া নিয়ে ভেবে দেখতে হচ্ছে তা হলে।’

আর এত বছর পরেও যে রিতু শিবপুরী নামের সঙ্গে ‘লাল দুপাট্টেওয়ালি’ জুড়ে গিয়েছে, সেটা নিয়ে অনুশোচনা হয়? উড়িয়ে দিলেন প্রশ্নটা, ‘রিগ্রেট কেন হবে! ওটা তো সত্যিই আমি করেছিলাম। ওটা আমার আইডেনটিটি।’

সূত্র: আনন্দবাজার পত্রিকা

(ঢাকাটাইমস/২৬জুন/এসআই)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

শিল্পী সমিতির নির্বাচনে এফডিসিতে প্রবেশে নিষেধাজ্ঞায় পরিচালকদের তীব্র ক্ষোভ

নির্বাচনে পীরজাদা হারুনকে বয়কট করলেন চিত্রনায়িকা শিল্পী

বাসার কেয়ারটেকারের কাছে বাঁচার আকুতি জানিয়েছিলেন নির্মাতা হিরণ

শিল্পী সমিতির নির্বাচন: ইশতেহার নিয়ে যা বললেন নিপুণ

তৃতীয় মৃত্যুবার্ষিকী: মিনা পাল থেকে যেভাবে তিনি হয়ে উঠেছিলেন কবরী

শিল্পী সমিতির নির্বাচনে ভোটার ছাড়া প্রবেশ নিষেধ, থাকবে মোবাইল কোর্ট

নির্মাতা হিরণের আকস্মিক মৃত্যুতে অপমৃত্যু মামলা

বাইকে বসে গুলি চালানো হয় সালমান খানের বাড়িতে! ভিডিও প্রকাশ

নিউইয়র্কে প্রদর্শিত হবে ইভান মনোয়ারের শর্ট ফিল্ম ‘প্যাসেঞ্জার’

‘লিপস্টিক’ ছবিটি দর্শকের মন জয় করবে: পূজা চেরি

এই বিভাগের সব খবর

শিরোনাম :