রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে উপচেপড়া ভিড়

মোসাদ্দেক বশির, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ জুন ২০১৭, ১৮:০১

ঈদুল ফিতরের ছুটিতে কর্মব্যস্ত রাজধানী এখন ফাঁকা। নেই কোনো যানজট, নেই মানুষের কোলাহল। জ্যামে যেখানে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হতো, সেখানে নেই ট্রাফিক সিগনাল। তাই অচেনা ফাঁকা শহরে পরিবার-পরিজন নিয়ে ঘুরতে বেড়িয়েছেন অনেকে। অনেকে সন্তানদের নিয়ে এসেছেন বিনোদন কেন্দ্রগুলোতে। রাজধানীর প্রতিটি বিনোদনকেন্দ্রগুলোতে উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। শিশু-কিশোর, তরুণ-তরুণীদের দখলে এখন এসব বিনোদন কেন্দ্রগুলো।

রাজধানীর রমনা পার্ক, হাতিরঝিল, মিরপুর জাতীয় চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, জাতীয় জাদুঘর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, বলধা গার্ডেন, ধানমন্ডি লেক, সায়েদাবাদের ওয়ান্ডারল্যান্ড, সংসদ ভবন চত্বর, শেরেবাংলা নগরের ক্রিসেন্ট লেক, চন্দ্রিমা উদ্যান, বুড়িগঙ্গা ব্রিজ, বঙ্গবন্ধু নভোথিয়েটার, বসুন্ধারা সিনেপ্লেক্সসহ সব বিনোদন কেন্দ্রগুলো এখন লোকে লোকারণ্য।

ঈদের দিন সকাল থেকেই নানা বয়সী মানুষের পদচারণায় মুখর রাজধানীর রমনা পার্ক। দূর-দূরান্ত থেকে অনেকে স্ত্রী-সন্তান নিয়ে ঘুরতে এসেছেন পার্কে। দল বেধে অনেকে পার্কে ঘুরছেন। পার্কের নির্মল আবহাওয়ায় অনেক শিশুকে খেলা করতে দেখা গেছে।

ঈদের দিন সকাল থেকেই শাহবাগের কেন্দ্রীয় শিশুপার্ক রয়েছে শিশুদের দখলে। অনেক বাবা-মা সন্তানকে নিয়ে এসেছেন পার্কে। রাইডে রাইডে চড়ে আনন্দে মেতে উঠেছে শিশুরা।

মিরপুর থেকে বাবা-মা’র সঙ্গে শিশুপার্কে ঘুরতে এসেছে স্কুলছাত্র তাসনিম। তাসনিমের বাবা আবু রাসেল বলেন, ‘ঈদে রাস্তা ফাঁকা, যানজট নেই। ছেলে আগে থেকেই ঈদের দিনে শিশুপার্কে আসার বায়না ধরেছে। তাই ছেলেকে নিয়ে আসলাম। এখানে নানা রাইডে চড়ে আনন্দ করছে। ছেলের সঙ্গে আমরাও আনন্দ করছি।’

পুরান ঢাকার স্থায়ী বাসিন্দা খন্দকার আব্দুল্লাহ খালেক। দুই সন্তানসহ স্ত্রীকে নিয়ে রমনা পার্কে ঘুরতে এসেছেন। তিনি জানান, সারা বছর নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয়। সন্তানদের নিয়ে ঘুরতে যাওয়া হয় না। তাই ঈদের ছুটিতে সন্তানদের নিয়ে রমনা পার্কে ঘুরতে এসেছি।

নতুন বিয়ে করেছেন খলিলুর রহমান। ঈদের দিনে স্ত্রীকে নিয়ে ঘুরতে এসেছেন জাতীয় সংসদ এলাকায়। তিনি জানান, ‘অফিসের কাজে বাড়ি যাওয়া হয়নি। তাই স্ত্রীকে নিয়ে একটু ঘুরতে আসলাম। ওর অনেক দিনের ইচ্ছা এখানে আসবে। ঈদের ছুটিতে তাই এলাম।’

বসুন্ধরা সিনেপ্লেক্সসহ রাজধানীর সিনেমা হলগুলোতে গতকালই টিকিট শেষ হয়ে গেছে। ঈদের এই ছুটিতে সিনেমা দেখছেন অনেকে।

মিরপুর চিড়িয়াখানার টিকিট কাউন্টারগুলোয় সকাল ১০টার আগেই থেকে দর্শনার্থীদের লাইন শুরু হয়ে যায়। অনেক পরিবার তাদের সন্তানদের নিয়ে চিড়িয়াখানায় পশুপাখীর সঙ্গে সময় কাটাচ্ছেন।

এদিকে রাজধানীর অদূরে আশুলিয়ার ফ্যান্টাসি কিংডম, নন্দনপার্ক হাজারো দর্শনার্থীর ভিড় লক্ষ্য করা গেছে। নগরজীবনের কোলাহল থেকে একটু বিনোদনের আশায় পরিবারের সদস্যদের নিয়ে অনেকেই ছুটে এসেছেন এখানে। এখানকার রাইডগুলো কানায় কানায় পরিপূর্ণ। বিভিন্ন বয়সীরা উপভোগ করেছেন তাদের পছন্দসই রাইড। ওয়াটার কিংডমেও ছিল উপচেপড়া ভিড়।

ঢাকাটাইমস/২৬জুন/এমএবি/এমআর

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

বিশ্বব্যাপী সব যুদ্ধ বন্ধ করে আলোচনায় সমস্যা সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর

পালিয়ে আসা সেনাসহ ২৮৮ জনকে মিয়ানমারে ফেরত পাঠাল বিজিবি

উপজেলা নির্বাচনের প্রচারে এমপি নামলে ব্যবস্থা: ইসি আলমগীর

‘মোজাম্মেল হকের বিরুদ্ধে নেমে পরিবহন চাদাঁবাজরা সরকারের আস্থাভাজন হতে চায়’

রানা প্লাজা ধসের ১১ বছরেও ক্ষতিপূরণ পাননি, কাঁদলেন শ্রমিকরা

৬ বছরে ঈদ যাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৬৭৪, আহত ৪৭৬৫

হজযাত্রীর ভোগান্তি হলে এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: ধর্মমন্ত্রী

নির্মাণাধীন ভবনে লার্ভা পেলেই কাজ বন্ধ: মেয়র তাপস 

সুষ্ঠু ভোট করতে প্রশাসনের উচ্চপদস্থদের সঙ্গে ইসির বৈঠক রবিবার

থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

এই বিভাগের সব খবর

শিরোনাম :