বিশ্বচ্যাম্পিয়নশিপের পরও অবসর নিচ্ছেন না বোল্ট

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইম
| আপডেট : ২৭ জুন ২০১৭, ১৩:০৭ | প্রকাশিত : ২৭ জুন ২০১৭, ০৯:৫৯

আগস্টে বিশ্ব চ্যাম্পিয়নশিপের পর অবসর নেবেন উসেইন বোল্ট?। রিও অলিম্পিকের পর সেকথাই জানিয়েছিলেন জামাইকান গতির দানব। ৩০ বছর বয়স হয়ে গেছে বোল্টের। কিন্তু ফর্ম তিনি হারাননি। ট্রাকে এখনও তিনিই রাজা। তাই অবসরের ভাবনা থেকে সরে আসতে পারেন বোল্ট। এই ব্যাপারে কোচ গ্লেন মিলসের সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চান তিনি। বোল্টের কথায়, ‘‌অবসরের ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি।’‌ বোল্টের ভক্তকূল ধরেই নিয়েছিলেন লন্ডনে ১২ আগস্টই জীবনে শেষবারের মতো ট্রাকে নামবেন বোল্ট।

এইমুহূর্তে বিশ্ব চ্যাম্পিয়নশিপের জন্য প্রস্তুতি সারছেন বোল্ট। তাঁর কথায়, ‘‌আপাতত মাথায় রয়েছে লন্ডন। বিশ্ব চ্যাম্পিয়নশিপ শেষ হোক। তারপরই সবকিছু নতুন করে ভাবব। তবে বিশ্ব চ্যাম্পিয়নশিপের পরই হয়ত অবসর নেব না।’‌ লন্ডনে অবশ্য ২০০ মিটারে নামছেন না বোল্ট। ভক্তরা চাইলেও বোল্ট পরিস্কার বলেছেন, ‘‌২০০ মিটারে নামব না।’‌

এখনও ১০০ ও ২০০ মিটারে বিশ্বরেকর্ডটা রয়েছে তারই দখলে। বিশ্ব চ্যাম্পিয়নশিপের পর অবসর না নিলেও আর কতদিন টানতে চান বোল্ট?‌ তাঁর ইঙ্গিত, ‘‌অন্তত এই মৌসুম শেষ করার ইচ্ছা রয়েছে। সমর্থকরা আমাকে ট্রাকে দেখতে ভালবাসেন। ওদের জন্যই তো দৌড়াই’।’‌

(ঢাকাটাইমস/২৭জুন/ডিএইচ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :