পাকিস্তানের মাটিতে খেলবেন ভারতীয় ক্রিকেটাররা!

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৭ জুন ২০১৭, ১০:২২ | প্রকাশিত : ২৭ জুন ২০১৭, ১০:১৮

শেষবার ২০০৮ সালে পাকিস্তানের মাটিতে খেলেছিল ভারত। দীর্ঘ ৯ বছরে পাকিস্তানের মাটিতে ক্রিকেট খেলেনি ভারতীয় ক্রিকেটারেরা। তবে আইসিসির সৌজন্যে এবার ভারতীয় ক্রিকেটারদের পাকিস্তানের মাটিতে খেলার সম্ভাবনা তৈরি হয়েছে। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল-এর পক্ষ থেকে জানানো হয়েছে, এ বছরের শেষের দিকে লাহোরে বিশ্ব একাদশ এবং পাকিস্তান একাদশের মধ্যে টি টোয়েন্টি ম্যাচের আয়োজন করতে পারে তারা।

পাকিস্তান একাদশে খেলবেন শুধু পাক ক্রিকেটাররাই। তবে বিশ্ব একাদশ তৈরি হবে বিশ্বের সব দলের সদস্যদের নিয়ে। তাই মনে করা হচ্ছে, বিরাট কোহলি, মহেন্দ্র সিংহ ধোনির মতো তারকা ক্রিকেটাররাও থাকতে পারেন সেই দলে।

বিশ্ব একাদশ এবং পাকিস্তান একাদশের মধ্যে তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলানো হবে। আইসিসির আশা, বিশ্বের সব নামী ক্রিকেটারই এই আবেদনে সাড়া দেবেন। গত সপ্তাহে লন্ডনে বোর্ড মিটিংয়ের পরে আইসিসির পক্ষ থেকে জানানো হয়, ‘পাকিস্তানের মাটিতে ফের আর্ন্তজাতিক ম্যাচ শুরু করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। লাহোরে বিশ্ব একাদশ এবং পাকিস্তান একাদশের মধ্যে তিনটি টি টোয়েন্টি ম্যাচ আয়োজন করার চেষ্টা করা হচ্ছে।’ মনে করছে, এই তিনটি ম্যাচ সফলভাবে আয়োজন করতে পারলে, পাকিস্তানে ফের আর্ন্তজাতিক ম্যাচ আয়োজন করা দ্রুত সম্ভব হবে।

উল্লেখ্য, ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা টিম বাসের উপর জঙ্গি হামলা হওয়ার পর থেকেই পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ম্যাচ বন্ধ হয়ে যায়। বিশ্বের কোনও দলই এরপর থেকে পাক সফরে যায়নি। বিভিন্ন টুর্নামেন্টে পাকিস্তানকে তাদের হোম ম্যাচ খেলতে হয়েছে দেশের বাইরে গিয়ে। এবার আইসিসির এই নয়া উদ্যোগ এ সমস্যা মেটে কি না, তা অবশ্য সময়ই বলবে।

(ঢাকাটাইমস/২৭জুন/ডিএইচ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

জিম্বাবুয়ে সিরিজের শুরুতে মুস্তাফিজের খেলা নিয়ে যা জানাল বিসিবি

যে কারণে বাংলাদেশের প্রাথমিক দলে নেই সাকিব-মুস্তাফিজ

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

বড় চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীত-স্মৃতি মানদানারা

তীব্র গরমে ফ্লাডলাইটে ফুটবল ম্যাচের সিদ্ধান্ত

জাতীয় দলে ফেরা নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানালেন সুনীল নারিন

 হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক সম্পন্ন, আলোচনা হলো যা নিয়ে

মুস্তাফিজের আইপিএল ছাড়া নিয়ে যা বললেন চেন্নাই কোচ

ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ

এই বিভাগের সব খবর

শিরোনাম :