ট্রাম্প-মোদিতে 'গভীরতম' সম্পর্কে দুই দেশ

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৭ জুন ২০১৭, ১৫:১৭ | প্রকাশিত : ২৭ জুন ২০১৭, ১২:৫৬

যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গতকাল সোমবার প্রথমবারের মতো সাক্ষাৎ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সময় তারা একে অপরের সঙ্গে কোলাকুলি করেন। প্রকাশ্যে তাদের এই আলিঙ্গন দেশ দুটির মধ্যে নতুন বন্ধুত্বের ইঙ্গিত দিচ্ছে।

মঙ্গলবার মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানায়, হোয়াইট হাউসের রোজ গার্ডেনে বৈঠকের পর বক্তব্য রাখেন ট্রাম্প। গত বছর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় দেয়া প্রতিশ্রুতির কথা স্মরণ করে ট্রাম্প বলেছেন, 'আমি তখন বলেছিলাম প্রেসিডেন্ট হতে পারলে হোয়াইট হাউস ভারতের সত্যিকারের বন্ধুত্বে পরিণত হবে। আর এখন আমরা সত্যিকার অর্থে ভালো বন্ধু।’

নরেন্দ্র মোদির সঙ্গে একটি সফল বৈঠক অনুষ্ঠিত হয়েছে- এমন ঘোষণা দিয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের বর্ণনা দেন তিনি। তিনি বলেন, ‘এর আগে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে এত শক্তিশালী এবং ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়নি।’

এই সময় ট্রাম্প মোদির টুইটারে সক্রিয়তার প্রশংসা করে বলন, ‘সোশ্যাল মিডিয়াতে বিশ্ব নেতারা।’

টুইটারে ট্রাম্পের ফলোয়ার ৩২.৮ মিলিয়ন। আর মোদির ফলোয়ারের সংখ্যা ৩১ মিলিয়ন।

ট্রাম্পের সঙ্গে বৈঠকের শুরু থেকে শেষ পর্যন্ত টুইট করেছেন মোদি। তিনি টুইটারে লিখেছেন, হোয়াইট হাউসে তার এই সফর ‘বন্ধুত্বে পূর্ণ’।

বৈঠক শেষে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘জঙ্গি সংগঠন ও মৌলবাদী মতাদর্শে মদতকারীদের উপড়ে ফেলতে উভয় দেশই দৃঢ়প্রতিজ্ঞ। কট্টরপন্থী ইসলামিক সন্ত্রাসবাদকে আমরা ধ্বংস করবই।’

এ দেশে সন্ত্রাসে মদত যোগানোর জন্য বরাবরই ইসলামাবাদকে দায়ী করেছে ভারত। সন্ত্রাসের মোকাবিলায় এবং জঙ্গিদের নিরাপদ আশ্রয়স্থলগুলির ভেঙে দেয়ার কাজে দু’দেশই মিলিতভাবে কাজ করবে বলে জানিয়েছেন মোদি।

(ঢাকাটাইমস/২৭জুন/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :