‘সন্ত্রাসী হামলা’ নিয়ে পাকিস্তানকে শাসালেন মোদি ও ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৭ জুন ২০১৭, ১৫:৩৮ | প্রকাশিত : ২৭ জুন ২০১৭, ১৫:১৩

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছেন, তাদের দেশে থেকে যেন অন্যান্য দেশে সন্ত্রাসী হামলা না হয়। এ বিষয়টি পাকিস্তানকে নিশ্চিত করতে বলেছেন তারা। খবর বিবিসির।

গতকাল সোমবার ওয়াশিংটনে হোয়াইট হাউসে ট্রাম্প ও মোদির বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে তারা এই আহ্বান জানান।

সাম্প্রতিক বছরগুলোতে ভারতের মাটিতে সংঘটিত সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানভিত্তিক জঙ্গিরা দায়ী বলে দাবি করেছে ভারত।

বৈঠকে ভারত-যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির জন্য আলোচনা করেছেন ট্রাম্প ও মোদি। এই প্রথমবার ট্রাম্প ও মোদি একসঙ্গে বৈঠক করলেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের আগে পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিনের প্রধান সৈয়দ সালাউদ্দিনকে ‘আন্তর্জাতিক সন্ত্রাসবাদী’ অ্যাখ্যা দিয়েছে যুক্তরাষ্ট্র। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ভারত।

যৌথ বিবৃতিতে দুই নেতা বলেছেন, পাকিস্তান থেকে যেন অন্যান্য দেশে সন্ত্রাসী হামলা চালানো না হয় সেই বিষয়টি পাকিস্তানকে নিশ্চিত করতে হবে।

তারা আরো বলেছেন, পাকিস্তানভিত্তিক জঙ্গি গোষ্ঠী জইশ-ই মোহাম্মদ এবং লস্কর-ই তৈয়্যবাসহ সন্ত্রাসবাদ মোকাবেলা করতে ভারত-যুক্তরাষ্ট্র আঞ্চলিক সহযোগিতা জোরদার করবে।

২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলা এবং গত বছর ভারতের পাঞ্জাবের পাঠানকোট বিমানঘাঁটিতে সন্ত্রাসী হামলার পেছনে যারা কাজ করেছে তাদের দ্রুত বিচারের আওতায় আনার জন্য পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছেন এই ট্রাম্প ও মোদি।

ভারত এর আগেও পাকিস্তানকে সন্ত্রাসীদের মদতদাতা রাষ্ট্র হিসেবে অভিযুক্ত করেছেন। তবে পাকিস্তানি দৃঢ়ভাবে এই অভিযোগ অস্বীকার করেছেন।

(ঢাকাটাইমস/২৭জুন/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

ইসরায়েলের বিরুদ্ধে এখনই প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা নেই: ইরানি কর্মকর্তা

ইরান-ইসরায়েল উত্তেজনায় বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম

ফিলিস্তিনকে পূর্ণ সদস্য পদ দেওয়ার প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো

ইরানে হামলার আগে যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা দিয়েছিলো ইসরায়েল: মার্কিন কর্মকর্তা

পাকিস্তানের জাপানি নাগরিকদের গাড়ি লক্ষ্য করে আত্মঘাতি বোমা হামলা, হতাহত ৫

ইরানে প্রধান বিমানবন্দরে পুনরায় ফ্লাইট চালু

৩টি ইসরায়েলি ড্রোন ধ্বংস করল ইরান

ইরানে ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের

ভারতে লোকসভার ভোট শুরু

দুবাই বিমানবন্দরে জলাবদ্ধতায় চরম বিশৃঙ্খলা, যাত্রীদের দুর্বিষহ অবস্থা

এই বিভাগের সব খবর

শিরোনাম :