টি-টোয়েন্টিতে ক্যারিয়ার সেরা র‌্যাটিংয়ে সাব্বির-রিয়াদ

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৭ জুন ২০১৭, ১৮:০১ | প্রকাশিত : ২৭ জুন ২০১৭, ১৭:৪৩

ক্রিকেটের টি-টেয়েন্টি ফরম্যাটে ক্যারিয়ার সেরা অবস্থানে রয়েছে সাব্বির রহমান। ক্রিকেটের এই শর্টভার্সনে সেরা ব্যাটসম্যানের তালিকায় ১০ নম্বরে স্থান করে নিয়েছেন তিনি। সুখবর পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদও। তবে তিনি সুখবর পেয়েছেন অলরাউন্ডার হিসেবে। আইসিসির সর্বশেষ প্রকাশিত র‌্যাংকিংয়ে অলরাউন্ডার হিসেবে ছয় নম্বরে স্থান হয়েছে তার।

এর আগে গত জানুয়ারিতে টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা রেটিং পয়েন্ট অর্জন করলেও সেরা দশে ঢোকা হয়নি সাব্বিরের। ৬৫০ রেটিং পয়েন্ট থাকলেও সেরা দশে স্থান করে নিতে পারেননি তিনি। তবে এবার ৬২৭ পয়েন্ট পেয়েও শীর্ষ দশে ঢুকেছেন সাব্বির। বাকিদের পয়েন্টও অবনমন হওয়ায় সাব্বির সেরা দশে স্থান করে নেয়। বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে এর আগে সাকিব ২০১২ সালে ওয়ানডে ব্যাটিং র‌্যাংকিংয়ে সেরা দশে উঠেছিলেন।

ব্যাটিংয়ে ৭৯৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন ভারতের বিরাট কোহলি। এছাড়া অস্ট্রেলিয়ার অ্যারেঞ্চ ফিঞ্চ ৭৮৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও নিউজিল্যান্ডের কেন উইলিয়ামস ৭৪৫ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন।

বোলারদের র‌্যাংকিংয়ের সেরা দশে আছেন মোস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান। বোলিংয়ে মোস্তাফিজ ৬৯৫ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে এবং সাকিব আল হাসান ৬৪৮ পয়েন্ট নিয়ে নয় নম্বরে আছেন। বোলিংয়ে ৭৮০ পয়েন্ট নিয়ে পাকিস্তানের ইমাদ ওয়াসিম শীর্ষে রয়েছেন।

এছাড়া শীর্ষ অলরাউন্ডার র‌্যাংকিংয়ের ৩৫৪ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন সাকিব আল হাসান। ২০৩ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

ঢাকাটাইমস/২৭জুন/এমআর

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এবার স্টয়েনিস-ওয়ার্নারকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত

শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট জেতা উচিত: সাকিব

শান্তর অধিনায়কত্ব নিয়ে এবার যা বললেন সাকিব

অবসর নিয়ে এবার যা জানালেন মেসি

বিশ্বকাপে হেরে আত্মহত্যার কথা ভেবেছিলেন রিচার্লিসন!

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

সিলেট টেস্টে ৮ উইকেট নেওয়া বোলারকে চট্টগ্রাম টেস্টে পাচ্ছে না শ্রীলঙ্কা

আইপিএলে হায়দরাবাদ-মুম্বাইয়ের ৫২৩ রানের ম্যাচে রেকর্ডবুকে তোলপাড়

ডি মারিয়াকে হত্যার হুমকি দেওয়া তিন দুর্বৃত্ত গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :