বাগেরহাটে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১

বাগেরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ জুন ২০১৭, ১৯:১৬

বাগেরহাটের মোরেলগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে লিটন জমাদ্দার (৪০) নামে এক আরোহী নিহত হয়েছেন। এসময় আরও চার আরোহী গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার বিকেলে মোরেলগঞ্জ-শরণখোলা সড়কের মোরেলগঞ্জ উপজেলা সদরের ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত লিটন জমাদ্দার মোরেলগঞ্জ উপজেলার বিশারীঘাটা গ্রামের ইউসুফ জমাদ্দারের ছেলে।

দুর্ঘটনায় আহতরা হলেন, ঝালকাঠি জেলার কাঁঠালিয়া এলাকার সহোদর রাজীব হাওলাদার (২২) ও রুবেল হাওলাদার (৩৫), একই এলাকার ইলিয়াস শেখ (২১) এবং মোরেলগঞ্জ উপজেলার বিশারীঘাটা গ্রামের হুমায়ুন শেখ (২২)।

মোরেলগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) একরামুল হক বলেন, মঙ্গলবার বিকেলে মোরেলগঞ্জ-শরণখোলা সড়কের মোরেলগঞ্জ উপজেলা সদরের ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনে দ্রুতগতির দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পাঁচজন আরোহী গুরুতর আহত হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় লিটন জমাদ্দার নামে এক আরোহী মারা যান। অপর চার আরোহীর অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই মোটরসাইকেল দুটি কোন দিক থেকে কোন দিকে যাচ্ছিল তা স্থানীয়রা কেউ তা বলতে পারেনি।

(ঢাকাটাইমস/২৭জুন/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :