কাউখালীতে ছিন্নমূল ও প্রতিবন্ধী শিশুদের ঈদ আনন্দ

সৈয়দ মাহফুজ রহমান
ঢাকাটাইমস
| আপডেট : ২৭ জুন ২০১৭, ২২:১১ | প্রকাশিত : ২৭ জুন ২০১৭, ২১:৩৮

ঈদ শুধু সুস্থ স্বাভাবিক মানুষের জন্যই নয়, ঈদ সার্বজনিন। ঈদের আনন্দ উপভোগ করার অধিকার সবার। সে লক্ষ্যেই পিরোজপুরের আমরাজুড়ীর সন্ধ্যা নদীর তীরে বসবাসরত প্রতিবন্ধী ও ছিন্নমূল শিশুদের জন্য ব্যতীক্রমী অনুষ্ঠানের আয়োজন করে কাউখালী প্রতিবন্ধী স্কুল।

ঈদের দিন শিশুদের দেয়া হয় নতুন জামা। মিষ্টি ও সেমাই খেয়ে দিন শুরু তাদের। শিশুদের হাতে তুলে দেয়া হয় রং বেরঙয়ের বেলুন। শিশুরা হৈ হুল্লোর করে দিনটি উদযাপন করে। পরে প্রতিবন্ধী ও ছিন্নমূল শিশুদের নিয়ে নৌকায় ভ্রমণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন আবাসন প্রকল্পের সভাপতি চান মিয়া, প্রতিবন্ধী ও ছিন্নমূল শিশুদের অভিভাবকরা।

বাক প্রতিবন্ধী শারমিনের মা মঞ্জিলা বলেন, ‘মোর সেয়ামি বোবা ও চাইরডা মাইয়্যা পোলা বোবারে যহন কেউ জিগায় না হেইসময় খসরু ভাই মোগো এই হানে আইয়্যা ওগো মিষ্টি খাওয়াইছে, বেলুন দিছে, নৌকায় লইয়া ঘোরছে মোরা হেইতেই খুশি’।

প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা শিক্ষানুরাগী আ. লতিফ খসরু বলেন, ওদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়া ও ওদের মুখে হাসি দেখতে আমার এই উদ্যোগ। আমি এই কাজটি করতে পেরে আনন্দিত ও গর্বিত। অন্যের মুখে হাসি ফুটানোই হলো পৃথিবীর সেরা আনন্দ।

(ঢাকাটাইমস/২৭জুন/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :