বরিশাল প্রেসক্লাবের সাবেক সম্পাদক লিটন আর নেই

বরিশাল ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ জুন ২০১৭, ২২:৫৫

বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, ইত্তেফাকের বরিশাল ব্যুরো প্রধান ও বরিশাল থেকে প্রকাশিত দৈনিক দখিণের মুখ পত্রিকার সম্পাদক লিটন বাশার ইন্তেকাল করেছেন।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।

সকালে বরিশাল সদর উপজেলার চরমোনাই বুখাই নগরে বাবার বাড়িতে তিনি অসুস্থ হয়ে পড়েন। সেখান থেকে তাকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৬ বছর। তিনি এক পুত্র ও স্ত্রী রেখে গেছেন।

পরিবারের সদস্যরা জানান, লিটন বাশার চরমোনাই বুখাই নগরের বাড়িতে ঈদ করতে গিয়েছিলেন।

তার মৃত্যুতে মিডিয়া অঙ্গন থেকে শুরু করে সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক অঙ্গনেও শোকের ছায়া নেমে এসেছে।

বাদ জোহর তার প্রথম নামাযে জানাজা বরিশাল নগরের সদররোডে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মরদেহ শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে নিয়ে যাওয়া হয়। সেখানে শেষ শ্রদ্ধা জানান বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সহকর্মীরা।

বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিসুর রহমান স্বপন বলেন- তরুণ সাংবাদিকদের প্রেরণা ছিল লিটন বাশার। সুখ এবং দুঃখে সবাই তার কাছেই ছুটে যেত।

বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন বলেন- লিটন বাশার আমাদের নেতা ছিল। তার পথেই হাটতাম আমরা। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। লিটন বাশারের মৃত্যুতে পাঁচদিনের শোক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

শ্রদ্ধাজ্ঞাপন শেষে মরদেহ বুখাইনগরের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে বাদ আসর জানাযা শেষে পারিবারিক কবরস্থানে লিটন বাশারের দাফন সম্পন্ন হয়।

(ঢাকাটাইমস/২৭জুন/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

গণমাধ্যম বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

গণমাধ্যম এর সর্বশেষ

আরআরএফের সভাপতি মিজান, সম্পাদক নিশাত ও দপ্তর সম্পাদক মেহেদী

সাংবাদিক নেতা রমিজ খানের ইন্তেকাল, বিএফইউজের শোক

ঈদের ছুটি না পাওয়া গণমাধ্যমকর্মীদের যথাযথ সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজের

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

নড়াইল জেলা সাংবাদিক ইউনিটি-ঢাকার নতুন কমিটি গঠন

সাংবাদিক মিনার মাহমুদের ১২তম মৃত্যুবার্ষিকী আজ

সাংবাদিক সাব্বিরের ওপর নৃশংস হামলায় ঢাকাস্থ গাজীপুর সাংবাদিক ফোরামের নিন্দা

বাংলানিউজকর্মী মিথুনের ক্যানসার চিকিৎসায় এগিয়ে এলো বসুন্ধরা ফাউন্ডেশন

আজ ভোরের পাতা সম্পাদকের পিতার চতুর্থ মৃত্যুবার্ষিকী

সাংবাদিক মোহসিন কবিরকে মারধরের ঘটনায় ডিআরইউর প্রতিবাদ

এই বিভাগের সব খবর

শিরোনাম :