ঢামেকে অধ্যক্ষ পদে ‘এখতিয়ার বহির্ভূত’ নিয়োগ

মহিউদ্দিন মাহী, ঢাকাটাইমস
| আপডেট : ২৮ জুন ২০১৭, ১৮:৫৯ | প্রকাশিত : ২৮ জুন ২০১৭, ০৮:৩২

ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) অধ্যক্ষ নিয়োগের অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে বিভাগ তাকে নিয়োগ দিয়েছে, তাদের এই নিয়োগ দেয়ার এখতিয়ারই নেই বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এনিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুইবিভাগের মধ্যে টানাপড়েন চলছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ১২ জুন অধ্যাপক খান আবুল কালাম আজাদকে অধ্যক্ষ হিসেবে নিয়োগ দিয়েছে মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ। কিন্তু মন্ত্রণালয়ের আরও একটি বিভাগ রয়েছে স্বাস্থ্য সুরক্ষা বিভাগ নামে। গাত ১৯ মার্চ স্বাস্থ্য মন্ত্রণালয়কে দুইভাগ করে গেজেট জারি করে। একটি হচ্ছে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ। আরেকটি হচ্ছে স্বাস্থ্যসেবা বিভাগ।

গেজেট অনুযায়ী বিসিএস ক্যাডার কোনো চিকিৎসকের পদায়ন বা বদলি করবে স্বাস্থ্যসেবা বিভাগ। কিন্তু সেই নিয়ম না মেনে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ ঢাকা মেডিকেলের অধ্যক্ষ নিয়োগে গেজেট জারি করে।

স্বাস্থ্যসেবা বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে ঢাকাটাইমসকে বলেন, ‘এক বিভাগের কাজ অন্য বিভাগের করা অন্যায়। এটা হতে পারে না। এনিয়ে দুই বিভাগের মধ্যে অসন্তোষ বিরাজ করছে।’

জানতে চাইলে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব সিরাজুল হক খান ঢাকাটাইমসকে বলেন, ‘গেজেট অনুযায়ী বি্সিএস চিকিৎসক পদায়ন ও বদলির কাজ স্বাস্থ্য সেবা বিভাগের। মেডিকেল কলেজগুলোতে চিকিৎসক পদায়নের পর শিক্ষা কার্যক্রমটা স্বাস্থ্য শিক্ষা বিভাগ দেখবে। অ্যালোকেশন অব বিজনেস অনুযায়ী এটাই হওয়া উচিত।’

এক প্রশ্নের জবাবে সচিব বলেন, ‘আসলে নিয়োগের কাজটি মন্ত্রী মহোদয়ের নির্দেশেই হয়। তিনি হয়ত স্বাস্থ্য শিক্ষার সচিব মহোদয়কে কাছে পেয়েছেন, এ জন্য তাকে বলেছেন। এটা পরে মন্ত্রীর দৃষ্টিগোচর হয়েছে। আশা করছি সামনে আর এমন হবে না। নতুন দুই বিভাগ হওয়ায় প্রথম প্রথম একটু ভুল হচ্ছে।’

তবে এ বিষয়ে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব সিরাজুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি ঢাকাটাইমসকে বলেন, ‘এখানে অনিয়মের কিছু নেই। কারণ আমি শিক্ষাটা দেখব। সেক্ষেত্রে শিক্ষক থেকে শুরু করে পুরো শিক্ষা ব্যবস্থাপনাই স্বাস্থ্যশিক্ষা বিভাগের। আমি যদি মেডিকেলের অধ্যক্ষ নিয়োগ দিতে না পারি তাহলে আমি কী শুধু হাসপাতালের আয়া-বুয়া আর অবকাঠামো দেখবো?’।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ খান আবুল কালাম আজাদ ঢাকাটাইমসকে বলেন, ‘আমা্র নিয়োগে অনিয়োম হয়েছে কিনা সেটা দেখার দায়িত্ব সরকারের। সেটা অন্য কারো নয়।’

জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম ঢাকাটাইমসকে জানান, ‘বিষয়টি আমার জানা নেই। এমন হয়ে থাকলে সেটি ভুল হয়েছে। তবে বিষয়টি খতিয়ে না দেখে কিছু বলা যাচ্ছে না।’

চলতি বছরের গত ১৯ মার্চ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পুনর্গঠন করে ‘স্বাস্থ্য সেবা’ এবং ‘স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ’ নামে দুটি বিভাগ করেছে সরকার।

‘রুলস অব বিজনেস’ অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই আদেশ দিয়েছেন বলে গত ১৬ মার্চ এক প্রজ্ঞাপনে জানায় মন্ত্রিপরিষদ বিভাগ। আলাদা এক আদেশে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ‘অ্যালোকেশন অব বিজনেস’ সংশোধন করে নবগঠিত দুই বিভাগের অধীনে মন্ত্রণালয়ের কার্যক্রমও বিন্যস্ত করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৮জুন/এমএম/ডব্লিউবি)

সংবাদটি শেয়ার করুন

স্বাস্থ্য বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

স্বাস্থ্য এর সর্বশেষ

গরমে স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সচেতনতা অত্যন্ত জরুরি

ঔষধি গাছ থেকে তিন শতাধিক ওষুধ তৈরি হচ্ছে ইরানে

কণ্ঠের সব চিকিৎসা দেশেই রয়েছে, বিদেশে যাওয়ার প্রয়োজন নেই: বিএসএমএমইউ উপাচার্য 

এপ্রিল থেকেই ইনফ্লুয়েঞ্জা মৌসুম শুরু, মার্চের মধ্যে টিকা নেওয়ার সুপারিশ গবেষকদের

স্বাস্থ্য খাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী

ভাতা বাড়লো ইন্টার্ন চিকিৎসকদের

বিএসএমএমইউ বহির্বিভাগ ৪ দিন বন্ধ, খোলা থাকবে ইনডোর ও জরুরি বিভাগ

তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিতে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের কাজ করতে বললেন স্বাস্থ্যমন্ত্রী

বিএসএমএমইউতে বিশ্বের সর্বোৎকৃষ্ট মানের চিকিৎসা নিশ্চিত করা হবে: ভিসি দীন মোহাম্মদ

ঈদের ছুটিতে স্বাস্থ্যসেবা নিশ্চিতে যেসব নির্দেশনা মানতে হবে হাসপাতালগুলোকে

এই বিভাগের সব খবর

শিরোনাম :