মাসে ২০০ কোটি ফেসবুক ব্যবহারকারী

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৮ জুন ২০১৭, ১০:৫৪ | প্রকাশিত : ২৮ জুন ২০১৭, ১০:৩৮

নতুন মাইলফলক স্পর্শ করেছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। এই প্লাটফর্মটি মাসে সারাবিশ্বের ২০০ কোটি মানুষ ব্যবহার করে। ফেসবুক জানিয়েছে এ বছরের ৩১ মার্চ পর্যন্ত মাসে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ছিল ২০০ কোটি। যা গত বছরের তুলনায় ১৭ শতাংশ বেশি। ২০১২ সালে যা ছিল ১০০ কোটি।

ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ এক পোস্টে ফেসবুক ব্যবহারকারীদের অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‘আপনাদের সঙ্গে নিয়ে এই এই যাত্রায় আমরা সম্মানিত।’

ফেসবুক গত পাঁচ বছরে বিপুল সংখ্যক ব্যবহারকারী তৈরি করেছে।

২০০৪ সালে মার্ক জুকারবার্গ ফেসবুক তৈরি করেন। এখন পর্যন্ত এটিই বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম।

(ঢাকাটাইমস/২৮জুন/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা