অল্পের জন্য বেঁচে গেলেন রাজ্জাক

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইম
| আপডেট : ২৮ জুন ২০১৭, ১৫:৩৮ | প্রকাশিত : ২৮ জুন ২০১৭, ১১:৪৫

গ্রামের বাড়ি বাগেরহাটের ফকিরহাট থেকে ঈদ করে ঢাকায় ফেরার পথে গাড়ি দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন জাতীয় দলের সাবেক তারকা স্পিনার আব্দুর রাজ্জাক রাজ। দুর্ঘটনায় রাজ্জাক ও তার পরিবারের কয়েকজন সদস্য আহত হয়েছেন। তবে কারো অবস্থাই গুরুতর নয়।

মঙ্গলবার বিকালে গোপালগঞ্জের ভাটিয়াপাড়ার কাছে এই দুর্ঘটনা ঘটে। নিজেই গাড়ি ড্রাইভ করে আসছিলেন রাজ্জাক। বিকালে ভাটিয়াপাড়ার কছে আসার পর চাকা পাংচার হলে গাড়িটি পাশের খাদে পড়ে যায়। এতে রাজ্জাক ও তার পরিবারের সদস্যরা আহত হন। পরে তাদের নেয়া হয় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন তারা। রাজ্জাকের শরীরের বিভিন্ন অংশ ছিলে গেছে বলে জানা গেছে।

২০০৪ সালে জাতীয় দলে অভিষেক হয় এই কৃতি স্পিনারের। ১৫৩ ওয়ানডেতে তার উইকেট ২০৭। ১২ টেস্টে উইকেট নিয়েছেন ২৩টি। আর ৩৪ টি-টোয়েন্টি ম্যাচে রাজ্জাক উইকেট নেন ৪৪টি। ২০১৪ সালে সর্বশেষ জাতীয় দলের হয়ে মাঠে নামেন তিনি। জাতীয় দলে না খেললেও ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্স করে যাচ্ছেন রাজ্জাক।

ঢাকাটাইমস/২৮জুন/ডিএইচ

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :