যুক্তরাষ্ট্র-ভারত জোট বিপর্যয় ডেকে আনবে: চীন

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৮ জুন ২০১৭, ১৫:১৪ | প্রকাশিত : ২৮ জুন ২০১৭, ১২:২৩

চীনা রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমস হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, বেইজিং-এর উত্থান মোকাবেলার চেষ্টায় মার্কিন-ভারত জোট বিপর্যয়র ফলাফল ডেকে আনতে পারে। হোয়াইট হাউসে গতকাল সোমবার যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম বৈঠক করছেন তখনই এ মন্তব্য করেছে দৈনিকটি।

গ্লোবাল টাইমসে প্রকাশিত নিবন্ধে আরো বলা হয়েছে, চীনের ওপর ভূরাজনৈতিক চাপ প্রয়োগের লক্ষ্যে ভারতের সঙ্গে জোট বাধছে যুক্তরাষ্ট্র।এছাড়া, মার্কিন কৌশলের অংশ হিসেবে চীনকে ঠেকানোর ভূমিকা যদি ভারত নেয় তাতে নয়াদিল্লির স্বার্থ রক্ষা হবে না। এতে বিপর্যয়কর ফলাফলও ডেকে আনতে পারে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে।

জোট নিরপেক্ষ নীতি ছেড়ে ভারত যদি যুক্তরাষ্ট্রের গুটিতে পরিণত হয় তবে কৌশলগত সংকটে পড়বে দেশটি। পাশাপাশি দক্ষিণ এশিয়ায় নতুন ভূরাজনৈতিক সংঘাতের সূচনা হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছে চীনা দৈনিক।

সূত্র: পার্স টুডে

(ঢাকাটাইমস/২৮জুন/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :