টিপস

কম্পিউটারের কার্সর পরিবর্তন করবেন যেভাবে

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ জুন ২০১৭, ১৫:৩৪

কম্পিউটারে মাইস পয়েন্টার বা কার্সর ডিফল্ট থাকে। আপনি চাইলে এই কার্সর পরিবর্তন করতে পারবেন। জেনে নিন কীভাবে কার্সর পরিবর্তন করবেন।

স্টেপ ১: স্টার্ট এ ক্লিক করে সার্চ অপশানে 'Mouse’ টাইপ করুন।

স্টেপ ২: এবার Mouse & Touchpad settings এ ক্লিক করে Additional mouse option টি সিলেক্ট করুন।

স্টেপ ৩: Pointers ট্যাবে ক্লিক করে ড্রপডাউন মেনুটি খুলুন।

স্টেপ ৪: এখানে ইউনাইটেড স্ট্যাটিক ও অ্যানিমেটেড কালেকশানের যেকনো ছবি আপনি মাউস পয়েন্টার হিসাবে ব্যবহার করতে পারেন।

স্টেপ ৫: পছন্দমতো কার্সর সিলেক্ট করার আগে প্রিভিউ দেখে নিতে পারবেন। এছাড়াও যাদের সাদা কারশার স্ক্রিনে খুঁজে পেতে সমস্যা হয় তারা ইনভার্টেড কালার স্কিম ব্যবহার করে দেখতে পারেন।

স্টেপ ৬: আপনি যদি একের বেশি কার্সরের ডিজাইন পরিবর্তন করতে চান তবে আপনি customize options এ সেটি সিলেক্ট করতে পারবেন। এছাড়াও আপনি যদি আপনার মনের কতো কোনো ছবি কার্সর হিসাবে ব্যবহার করতে ছান তবে ব্রাউজ অপশনে গিয়ে আপনার কম্পিউটার থেকে ছবিটি সিলেক্ট করতে হবে। আর তাই অবশ্যই সেই ছবিটিকে থাকতে হবে আপনার কম্পিউটারের হার্ডডিস্কে।

(ঢাকাটাইমস/২৮জুন/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা