আকাশে উড়বে, সড়কেও চলবে ড্রোন (ভিডিও)

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৮ জুন ২০১৭, ১৭:৪২ | প্রকাশিত : ২৮ জুন ২০১৭, ১৭:৩৬

বিজ্ঞানীরা এমন একটি ড্রোন উদ্ভাবন করেছেন যেটি আকাশে ওড়ার পাশাপাশি সড়কেও চলতে পারবে। এটি আকাশে ওড়ার সময় যেকোনো বাঁধা পেলে সেটি এড়িয়ে চলতে সক্ষম। এই ড্রোনটি উদ্ভাবন করেছেন ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির(এমআইটি) একদল বিজ্ঞানী।

বিজ্ঞানীরা এই ড্রোনটি উদ্ভাবনের জন্য ‘ফ্লাই কার’ টেকনোলজি ব্যবহার করেছেন।

রোবটটি তৈরি করেছেন এমআইটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলেজেন্সির একদল বিজ্ঞানী। তারা একসঙ্গে আটটি কোয়াডকপ্টার ড্রোন উদ্ভাবন করেছেন, যেগুলো ওড়ার পাশাপাশি সড়কেও গাড়ির মত চলতে পারে।

এই ড্রোনগুলো আপদকালীন সময়ে উদ্ধারকাজে অংশ নিতে পারে। কেননা, এগুলো সরু বা সংকীর্ণ জায়গাও চলতে পারে, উড়তে পারে।

বিজ্ঞানীরা মনে করছেন তাদের এই উদ্ভাবন ফ্লাই কারের টেকনোলজিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।

প্রকল্পটির পরিচালক ড্যানিয়েল রাস বলেন, ‘মানুষ্যপরিবহনের যানগুলো এখনও অতটা অত্যাধুনিক হয়নি। আমাদের উদ্ভাবন ফ্লাই কার তৈরিতে বিশেষ সহায়ক হবে। কেননা, ভবিষ্যতের যানের জন্য সড়কে কোথাও জট লাগবে না।’

(ঢাকাটাইমস/২৮জুন/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা