চীনের সবচেয়ে শক্তিশালী ডেস্ট্রয়ার উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ জুন ২০১৭, ১৯:১১

চীনের সামরিক বাহিনী দেশটির তৈরি অত্যাধুনিক অস্ত্রব্যবস্থা সজ্জিত দেশটির সবচেয়ে শক্তিশালী ডেস্ট্রয়ার পানিতে নামিয়েছে। টাইপ-০৫৫ মডেলের নতুন এই ডেস্ট্রয়ারে রয়েছে নতুন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র, জাহাজ এবং ডুবোজাহাজ বিধ্বংসী ব্যবস্থা। কোনো কোনো সংবাদ মাধ্যম একে এশিয়ার সবচেয়ে বড় এবং সবচেয়ে আধুনিক ডেস্ট্রয়ার হিসেবে উল্লেখ করেছে। খবর প্রেস টিভির।

চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়া জানায়, সাংহাইয়ের জিয়াংনান শিপইয়ার্ড থেকে আজ বুধবার একে পানিতে নামানো হয়। পুরোপুরি অস্ত্রে সজ্জিত হওয়ার পর ডেস্ট্রয়ারটির ওজন হবে ১২ হাজার টন। সাগর, ভূমি বা আকাশের লক্ষ্যবস্তু নির্ভুলভাবে নির্ধারণ করতে বিশাল এ ডেস্ট্রয়ার ব্যবহার করবে অত্যাধুনিক ফেজ অ্যারে রাডার।

এটি পানিতে নামানোর মধ্য দিয়ে চীনের ডেস্ট্রয়ার উন্নয়নের ক্ষেত্র নতুন এক পর্যায়ে পৌঁছেছে। নতুন এই ডেস্ট্রয়ার নৌ বাহিনীতে যুক্ত করার আগে পরীক্ষামূলকভাবে চালানো হবে।

(ঢাকাটাইমস/২৮জুন/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :