এই শাড়ি পরেই সংসদে যাব: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৮ জুন ২০১৭, ২১:২৮ | প্রকাশিত : ২৮ জুন ২০১৭, ২০:৫৯

শাড়িটা তাঁতিরা বুনেছেন, মেয়ে দিয়েছেন, তাই এটি পরেই সংসদে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমি ক্ষমতাকে ভোগ-বিলাসের বস্তুতে পরিণত করিনি। দেশের মানুষ ভালো আছে কি না, তারা খেতে পারে কি না, তারা সুন্দর থাকতে পারে কি না সেটাই তিনি চান।

এ সময় তিনি নিজের পরনের শাড়িটির কথা তুলে ধরেন। হালকা কালো জমিনে সাদা কাজ আর কালো ও হালকা গোলাপি আঁচলের জামদানি শাড়িটি প্রধানমন্ত্রীকে দিয়েছেন তার মেয়ে পুতুল। মেয়ের জামাই শাড়িটি ছয় হাজার টাকায় কিনেছেন সোনারগাঁয়ের একজন তাঁতির কাছ থেকে।

বুধবার জাতীয় সংসদে বাজেট অধিবেশনে এই শাড়ি পরে আসেন প্রধানমন্ত্রী। তিনি এদিন বাজেট আলোচনায় সংসদ নেতার বক্তৃতা করেন।

বক্তৃতার একসময় প্রধানমন্ত্রী বলেন, ‘আজকে আমি যে শাড়ি পরে এসেছি, তা আজ সকালে আমার মেয়ে তার কিছু বিদেশি বন্ধুকে নিয়ে সোনারগাঁও গিয়েছিল, সেখানে তাঁতিরা তাঁত বোনে, সেই তাঁত বুনানো শাড়ি সে কিনে নিয়ে এসেছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘ছয় হাজার ৫০০ টাকা দাম চেয়েছিল। সেখান থেকে নাকি ৫০০ টাকা কম নিয়েছে। এ নিয়ে আমার জমাই বাবাজিকে বললাম, “তুমি তাকে ৫০০ টাকা কম দিলা কেন? বরং ৫০০ টাকা বেশি দিয়ে আসা উচিত ছিল।” জমাই বাবাজি বলল, “আম্মা, কিনতে গেলে তো একটু দরদাম করতেই হয়।” আমি বললাম, “এ শাড়িটা পরেই আমি যাব। এক নম্বর কারণ আমার মেয়ে কিনে নিয়ে এসেছে। আরেকটা কারণ হলো তাঁতিরা কষ্ট করে বুনেছে”।’

(ঢাকাটাইমস/২৮জুন/মোআ)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :