লংগদুতে একে ফোরটিসেভেনসহ চার রাইফেল উদ্ধার

রাঙামাটি প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৯ জুন ২০১৭, ১২:০৪ | প্রকাশিত : ২৯ জুন ২০১৭, ০৯:৫৭

রাঙামাটির লংগদু উপজেলার সদর ইউনিয়নে যৌথ বাহিনীর অভিযানে দুটি একে ফোরটিসেভেনসহ চারটি রাইফেল, গুলি, ম্যাগজিন ও সেনাবাহিনীর পোশাক উদ্ধার করা হয়েছে।

বুধবার গভীর রাত থেকে ওই ইউনিয়নের গলাছড়ি এলাকায় শুরু হয় এ অভিযান। অভিযান এখনও চলছে।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া জিনসপত্রের মধ্যে রয়েছে- দুইটি একে ফোরটিসেভেন রাইফেল, ১২৪টি গুলিসহ চারটি ম্যাগাজিন, একটি চীনা রাইফেল, একটি অটোমেটিক রাইফেল, পাঁচ সেট সেনা বাহিনীর পোশাক, অন্যান্য কাপড়, নয়টি ব্যাকপ্যাক ও তিনটি মোবাইল ফোন। তবে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি।

বিজিবি সূত্র জানায়, ওই এলাকা লংগদু সদর থেকে আট কিলোমিটারের মত দূরে। উদ্ধার অস্ত্রের মধ্যে দুটি রাইফেল খালের পানিতে লুকানো অবস্থায় পাওয়া যায়। ডুবুরিরা এখনও পানিতে তল্লাশি চালাচ্ছে।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর সদস্যরা সেখানে অভিযানে যায়। এসময় এসব অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। অভিযান এখনও অব্যাহত আছে।

অস্ত্রগুলো পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। সেগুলো কাদের তা এখনই বলা কঠিন বলে জানিয়েছেন রাঙামাটির পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান।

(ঢাকাটাইমস/২৯জুন/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :