প্রথম আলো ছেড়ে ব্র্যাকে শরিফুল হাসান

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৯ জুন ২০১৭, ১৬:৩৭ | প্রকাশিত : ২৯ জুন ২০১৭, ১৫:৩২

দেশের শীর্ষস্থানীয় দৈনিক ‘প্রথম আলো’ ছেড়ে বেসরকারি সংস্থা ব্র্যাকে যোগ দিচ্ছেন পত্রিকাটির জ্যেষ্ঠ প্রতিবেদক শরিফুল হাসান। তিনি ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান হিসেবে যোগ দিচ্ছেন। ১৫ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত শরিফুল ‘প্রথম আলো’তে কাটিয়েছেন ১২ বছর।

শরিফুল হাসান ঢাকাটাইমসকে জানান, জুলাই মাসের মাঝামাঝিতে ব্র্যাকে যোগ দেবেন তিনি। এখন অপেক্ষা করছেন প্রথম আলোর ছাড়পত্র (ক্লিয়ারেন্স) পাওয়ার জন্য।

এত বছরের সাংবাদিকতা ছেড়ে কেন অন্য পেশায় যাচ্ছেন? জানতে চাইলে এই তরুণ সাংবাদিক বলেন, ‘দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম হিসেবে প্রথম আলোতে ওয়েজবোর্ড নির্ধারিত বেতন ও সুযোগ-সুবিধা পেয়েছি। কিন্তু আমার মনে হয়েছে এই বেতনকাঠামো একজন সাংবাদিকদের জন্য যথেষ্ট নয়। বছর বছর সরকারি কর্মচারী-কর্মকর্তাদের বেতন-ভাতা বাড়ে, কিন্তু সাংবাদিকদের তেমন একটা বাড়ে না। অনেক মিডিয়া হাউজ তো সাংবাদিকদের ন্যায্য পাওনাটুকুও দিচ্ছে না। অথচ সাংবাদিকদের বেতন হওয়া উচিত অন্য পেশার চেয়ে বেশি। এসব কারণেই এ পেশা থেকে ইস্তফা দিচ্ছি।’

এত দিন ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছেন। হঠাৎ তা থেকে দূরে সরে গেলে খারাপ লাগবে না? জবাবে শরিফুল বলেন, ‘খারাপ তো লাগবেই। তরুণদের জন্য খারাপ লাগবে, যারা প্রথম আলোতে আমার নাম খুঁজতেন। আমার লেখা পড়তেন। কিন্তু আমি সাংবাদিকতা ছেড়ে দিচ্ছি বলে লেখালেখি ছাড়ছি না। নানাভাবে লেখালেখির সঙ্গে যুক্ত থাকব।’

এর আগে ফেসবুকে এক স্ট্যাটাসে শরিফুল প্রথম আলো ছেড়ে দেয়ার বিষয়টি জানান। তিনি ফেসবুকে লেখেন, ‘আমি জানি না, যে সংবাদটা আমি দেব সেটা শোনার জন্য আজকের তরুণ প্রজন্ম কতটা প্রস্তুত আছে। কিংবা খবরটা শোনার পর কেমন লাগ‌বে আপনা‌দের। খবরটা হলো আমি প্রথম আলো ছেড়ে দিচ্ছি। আমার ভালোবাসার প্রথম আলো থেকে গতকালই ইস্তফা দিলাম। অফিসিয়াল প্রসেস শেষ হতে যে কয়দিন লাগে তার পরেই চলে যাব। আমি জানি আপনারা বিস্মিত হয়েছেন। আপনাদের মনে একগাদা প্রশ্ন জাগছে। জানতে চাইছেন আমি কেন ছাড়তে যাচ্ছি।

‘আপনারা অনেকেই জানেন আমি এ জীবনে সাংবাদিক ছাড়া আর কিছু হতে চাইনি। না বিসিএস ক্যাডার, না বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, না অন্য কিছু। গত ১৫টা বছর আমি শুধু সাংবাদিকতাই করেছি। এর মধ্যে ১২টা বছরই ছিলাম প্রথম আলোতে।

‘সাংবাদিকতা ছিল আমার ধ্যান-জ্ঞান। সাংবাদিকতা করতে গিয়ে আমার জীবনে আর কোনো চাওয়া-পাওয়া তৈরি হয়নি। তবে আমি সারা জীবন আর্থিকভাবে সৎ এবং মোটামুটি একটা জীবন যাপন করতে চেয়েছিলাম। কিন্তু গত তিনটা বছর বিশেষ করে গত ছয়টা মাস জীবন যাপন করতে গিয়ে আমাকে বেশ কষ্ট করতে হয়েছে। ৬০ লাখ টাকার ঘুষের অফার আমি গা‌লি দি‌য়ে ছে‌ড়ে দি‌য়ে‌ছি, কিন্তু প‌কে‌টে ৬০ টাকাও ছিল না। আরেকটু ভালোভাবে বাঁচাটা জরুরি হয়ে উঠেছিল।’

(ঢাকাটাইমস/২৯জুন/এজেড/মোআ)

সংবাদটি শেয়ার করুন

গণমাধ্যম বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

গণমাধ্যম এর সর্বশেষ

আরআরএফের সভাপতি মিজান, সম্পাদক নিশাত ও দপ্তর সম্পাদক মেহেদী

সাংবাদিক নেতা রমিজ খানের ইন্তেকাল, বিএফইউজের শোক

ঈদের ছুটি না পাওয়া গণমাধ্যমকর্মীদের যথাযথ সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজের

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

নড়াইল জেলা সাংবাদিক ইউনিটি-ঢাকার নতুন কমিটি গঠন

সাংবাদিক মিনার মাহমুদের ১২তম মৃত্যুবার্ষিকী আজ

সাংবাদিক সাব্বিরের ওপর নৃশংস হামলায় ঢাকাস্থ গাজীপুর সাংবাদিক ফোরামের নিন্দা

বাংলানিউজকর্মী মিথুনের ক্যানসার চিকিৎসায় এগিয়ে এলো বসুন্ধরা ফাউন্ডেশন

আজ ভোরের পাতা সম্পাদকের পিতার চতুর্থ মৃত্যুবার্ষিকী

সাংবাদিক মোহসিন কবিরকে মারধরের ঘটনায় ডিআরইউর প্রতিবাদ

এই বিভাগের সব খবর

শিরোনাম :