স্টেশনের নাম পরিবর্তনের দাবিতে কাশিয়ানীতে মানববন্ধন

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ জুন ২০১৭, ১৬:০০

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের ‘ঘোনাপাড়া’ স্টেশনের নাম পরিবর্তন করে ‘চাপ্তা’ রেলওয়ে স্টেশন করার দাবিতে মানববন্ধন করেছে চাপ্তা এলাকাবাসী। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঘন্টাব্যাপী চাপ্তা বটতলায় ভাটিয়া পাড়া-গোপালগঞ্জ মহাসড়কে এ কর্মসূচি পালিত হয়।

এলাকাবাসী জানায়, স্টেশনের জায়গাটি চাপ্তা মৌজার হলেও একটি মহল ‘ঘোনাপাড়া’ নামে এ রেল স্টেশনের নামকরণ করেছে। প্রকৃতপক্ষে স্থানের নামানুসারে স্টেশনের নাম হবে ‘চাপ্তা’ রেল স্টেশন।

মানববন্ধনে এলাকাবাসী ঘোনাপাড়া স্টেশনের নাম পরিবর্তন করে চাপ্তা স্টেশন নামকরণ করার জোর দাবি জানানো হয়।

রাতইল ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, ত্রাণ ও সমাজ-কল্যাণবিষয়ক সম্পাদক মোশারফ হোসেন মিনা, ছাত্রলীগ, ঢাকা মহানগর উত্তরের সাবেক সহ-সভাপতি রকিবুল ইসলাম, রাতইল ইউপি স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ আশরাফ আলী দীলিপ, মুক্তিযোদ্ধা কমান্ডার ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান সুলু মিনা, সাবেক চেয়ারম্যান ডেবিট সুরঞ্জন বিশ্বাস, আবুল কালাম সেলিম উজির, ইউপি সদস্য বিল্লাল হোসেন, মাসুদুর রহমান, ছাত্রলীগ নেতা আশিকুজ্জামান রাজুসহ মানববন্ধনে চাপ্তা এলাকার প্রায় সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন।

(ঢাকাটাইমস/২৯জুন/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :