জামালপুরে ৭০ বস্তা ভিজিএফের চাল জব্দ, মামলা

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ জুন ২০১৭, ২২:১৪

জামালপুরের ইসলামপুর উপজেলার নেয়ারপাড়া ও চরপুটমারী থেকে ৭০ বস্তা ভিজিএফের চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) বৃহস্পতিবার বিকেলে পৃথক অভিযান চালিয়ে এসব চার উদ্ধার করেন।

ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম এহছানুল মামুন জানান, ঈদে অতিদরিদ্রদের জন্য সরকারের দেয়ার ভিজিএফের চাল কালোবাজারে বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। নোয়ারপাড়া ইউনিয়নের চারজন কালোবাজারির বাড়ি থেকে ৬৬ বস্তা এবং চরপুটিমারী ইউনিয়ন পরিষদ চত্বর থেকে চার বস্তা চাল জব্দ করা হয়।

চরপুটিমারী ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণের অনিয়মের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যান ইউএনও। তিনি সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে অবিতরণকৃত চাল দ্রুত বিতরণের নির্দেশ দেন। দুঃস্থ মানুষের খাবার নিয়ে কোনো ধরনের অনিয়মে কাউকে ছাড় দেয়া হবে বলে সতর্ক করেন তিনি।

‘জামালপুরে ভিজিএফের চাল বিতরণে অনিয়ম’ শিরোনামে বুধবার ঢাকাটাইমসে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশ হওয়ার পর স্থানীয় প্রশাসন তাদের নজরদারি বৃদ্ধি করে। আর তাতে ধরা পড়ে ভিজিএফ চালের কালোবাজারি।

(ঢাকাটাইমস/২৯জুন/প্রতিনিধি/মোআ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :