প্রবাসীর স্ত্রীকে পিটিয়ে জখম করলেন দেবর

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ জুন ২০১৭, ১৬:৪৮

ফরিদপুরের নগরকান্দায় এক প্রবাসীর স্ত্রীকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে তার দেবরের বিরুদ্ধে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের ছাগলদী গ্রামে ঘটে এই ঘটনা।

স্থানীয় আনোয়ার মোল্যার ছেলে ওমান প্রবাসী মাসুদ মোল্যার স্ত্রী মাকসুদা বেগমকে (২৭) পিটিয়ে আহত করেন দেবর সুজাত মোল্যা।

গুরুতর আহত অবস্থায় মাকসুদা বেগমকে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে মাকসুদা বেগমের বাবা নুরুদ্দিন মাতুব্বর নগরকান্দা থানায় অভিযোগ করেছেন। মাকসুদার বাবার বাড়ি ভাঙ্গা উপজেলার সরইবাড়ি গ্রামে।

আহত মাকসুদা বেগম অভিযোগ করেন, নগরকান্দা উপজেলার ছাগলদী গ্রামের আনোয়ার মোল্যার ছেলে মাসুদ মোল্যা ২০১৫ সালে ওমানে যান। স্বামী মাসুদ বিদেশে যাওয়ার পর থেকে স্ত্রী মাকসুদা বেগম তাদের দুই সন্তানকে নিয়ে ছাগলদী গ্রামে শ্বশুর বাড়িতেই বসবাস করছিলেন। স্বামী বিদেশে যাওয়ার পর থেকে তাকে দেবর সুজাত মোল্যা বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। এতে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হন দেবর সুজাত।

গৃহবধূ বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাড়ির পাশের নলকূপ থেকে পানি আনতে যান। এ সময় হঠাৎ সুজাত এসে তাকে এলোপাথারি পেটাতে থাকেন।

এ ব্যাপারে সুজাত মোল্যার বক্তব্য জানতে তার মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তিনি এ ব্যাপারে কোনো কথা বলতে রাজি হননি।

নগরকান্দা থানার ওসি এএফএম নাসিম ঢাকাটাইমসকে বলেন, ‘অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।’

(ঢাকাটাইমস/৩০জুন/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

পল্লবীতে পাভেল হত্যা: নেপথ্যে মাদক ব্যবসা, গ্রেপ্তার ৮

মাদক-ইয়াবা কারবারে বদির দুই ভাইয়ের সংশ্লিষ্টতা পেয়েছে সিআইডি

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের হটলাইন থেকে গ্রাহককে ফোন, অ্যাকাউন্টের টাকা হাওয়া

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৮, মামলা ৬

ট্রেনের টিকিট কালোবাজারি গ্রেপ্তার 

এটিএম বুথের প্রহরী হত্যা: টাকা লুটের উদ্দেশ্যে নাকি ব্যক্তিগত কারণ? কী বলছে পুলিশ?

রাজধানীতে এটিএম বুথের নিরাপত্তাকর্মীকে কুপিয়ে হত্যা

কেএনএফকে সহযোগিতা, বান্দরবান থেকে একজন গ্রেপ্তার

ছেলেকে বাঁচাতে গিয়ে কিশোর গ্যাংয়ের হামলার শিকার সেই চিকিৎসকের মৃত্যু

রাষ্ট্রপতির আত্মীয় পরিচয়ে প্রতারণা, নিঃস্ব বহু ট্রাভেল ব্যবসায়ী

এই বিভাগের সব খবর

শিরোনাম :