কুষ্টিয়ার আস্তানা: বোমা ডিসপোজাল ইউনিটের জন্য অপেক্ষা

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০১ জুলাই ২০১৭, ১৭:৪০ | প্রকাশিত : ০১ জুলাই ২০১৭, ১৪:২৭

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বামনপাড়ায় সন্দেহভাজন জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িতে অভিযান শুরু হয়নি এখনো। ঢাকা থেকে বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা আসলেই অভিযানের বিষয়ে সিদ্ধান্ত নেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারা আসলেই বাড়ির ভেতরে ঢুকবে আইনশৃঙ্খলা বাহিনী।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর হোসেন খন্দকার জানান, অভিযান পরিচালনার জন্য ইতোমধ্যে বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা ঢাকা থেকে কুষ্টিয়ার উদ্দেশে রওনা হয়েছেন। তারা আসলেই অভিযান শুরু হতে পারে। তবে বিকাল চারটার মধ্যে বোমা নিষ্ক্রিয়কারী দল পৌঁছতে পারে বলে ধারণা তার।

শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে ভেড়ামারা তালতলা মসজিদের পাশে একটি বাড়িতে জঙ্গিদের অবস্থান নেয়ার খবর জানতে পারেন আইনশৃঙ্খলা বাহিনী। এরপর কুষ্টিয়া ভেড়ামারা পুলিশ, কাউন্টার টেররিজম ইউনিট, র‌্যাব, কুষ্টিয়া পুলিশ ও ডিবি পুলিশের যৌথ টিম সেখানে অবস্থান নেয়। পরে পুলিশ ও কাউন্টার টেররিজম ইউনিট বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করলে এক নারী সুইসাইড ভেস্ট পরিহিত অবস্থায় পুলিশের ওপর হামলা চালানোর চেষ্টা করেন। তবে সেটা বিস্ফোরণের আগেই পুলিশ তাকেসহ তিন নারীকে ধরে ফেলে।

তারা হলেন নব্য জেএমবির বর্তমান আমির আইয়ুব বাচ্চু ওরফে সজিবের স্ত্রী তিথি, সংগঠনটির সেকেন্ড ইন কমান্ড আরমান আলীর স্ত্রী সুমাইয়া, ভেড়ামারার নগর দৌলতপুর গ্রামের রাজিকুল ওরফে রাশেদ ওরফে তালহার স্ত্রী টলী বেগম। এছাড়া মূল অভিযান শুরুর আগেই বেশ কিছু অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের কথা জানায় আইনশৃঙ্খলা বাহিনী।

কুষ্টিয়ার পুলিশ সুপার মেহেদি হাসান বলেন, অভিযানের পর থেকে এ পর্যন্ত বাড়িটি থেকে দুটি সুইসাইড ভেস্ট, একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও কিছু গান পাউডার উদ্ধার করা হয়েছে। সেখানে আরও বিস্ফোরক থাকতে পারে।

ঢাকা থেকে বোমা নিষ্ক্রিয়কারী দল এসে পৌঁছালেই মূল অভিযান চালানো হবে বলে জানান তিনি।

ঢাকাটাইমস/১জুলাই/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :