দুই সাংবাদিককে হত্যাচেষ্টার বিচার দাবি বিএফইউজে ও ডিইউজের

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০১ জুলাই ২০১৭, ১৯:১৯ | প্রকাশিত : ০১ জুলাই ২০১৭, ১৯:১৮

সাংবাদিক শাহেদ খান ও রমজান আলীকে হত্যা চেষ্টার সঙ্গে জড়িত অপরাধীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

বিএফইউজে সভাপতি মনজুরুল আহসান বুলবুল ও মহাসচিব ওমর ফারুক এবং ডিইউজে সভাপতি শাবান মাহমুদ ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী শনিবার এক বিবৃতিতে এ দাবি জানান।

বিবৃতিতে নেতারা বলেন, গত ৩০ জুন শরীয়তপুরের ডামুড্যার কুতুবপুরে শাহেদ খানকে ও ঝালকাঠির রাজাপুরের উত্তরপুরে গত ২৮ জুন রমজান আলীকে যেভাবে মাথায় ও হাতে কুপিয়েছে তাতে এটা নিশ্চিত যে, হত্যার উদ্দেশ্য এ ঘটনা ঘটানো হয়েছে। ভাগ্যক্রমে তারা বেঁচে গেলেও সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। কোনো সভ্য সমাজে এ ধরনের ঘটনা কাম্য হতে পারে না।

নেতারা বলেন, নৃশংস এ ঘটনার পর অপরাধীরা এখনো পর্যন্ত আইনের আওতায় না আসা আরও উদ্বেগজনক।

বিএফইউজে ও ডিইউজে নেতারা অবিলম্বে ঘটনা দু’টির সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করে শরীয়তপুরের ডামুড্যা ও ঝালকাঠির রাজাপুর থানা প্রশাসনকে অবিলম্বে অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানান। অন্যথায় উদ্ভূত পরিস্থিতির দায়-দায়িত্ব প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিদের বহন করতে হবে বলে হুঁশিয়ার করে দেন।

(ঢাকাটাইমস/০১জুলাই/জেবি)

সংবাদটি শেয়ার করুন

গণমাধ্যম বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

গণমাধ্যম এর সর্বশেষ

সাংবাদিক মিনার মাহমুদের ১২তম মৃত্যুবার্ষিকী আজ

সাংবাদিক সাব্বিরের ওপর নৃশংস হামলায় ঢাকাস্থ গাজীপুর সাংবাদিক ফোরামের নিন্দা

বাংলানিউজকর্মী মিথুনের ক্যানসার চিকিৎসায় এগিয়ে এলো বসুন্ধরা ফাউন্ডেশন

আজ ভোরের পাতা সম্পাদকের পিতার চতুর্থ মৃত্যুবার্ষিকী

সাংবাদিক মোহসিন কবিরকে মারধরের ঘটনায় ডিআরইউর প্রতিবাদ

বিশ্ববিদ্যালয়ের ১০ সাংবাদিককে বহিষ্কারের নিন্দা বিএফইউজের

ডিইউজে নির্বাচন: সোহেল-তপু সভাপতি, আকতার সম্পাদক

ঈর্ষান্বিত ও উদ্দেশ্যমূলকভাবে ফাঁসানো হচ্ছে ঢাকা টাইমস সম্পাদককে

শেরপুরের সাংবাদিক রানাকে কারাদণ্ডে সম্পাদক পরিষদের উদ্বেগ

নকলায় সাংবাদিককে কারাদণ্ড: আইন ও সালিশ কেন্দ্রের উদ্বেগ

এই বিভাগের সব খবর

শিরোনাম :