টাঙ্গাইলে নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ জুলাই ২০১৭, ১৯:২৫

টাঙ্গাইলে নিখোঁজের তিন দিন পর মাটির নিচে মিলল তাঁত শ্রমিককে গলা কাটা মরদেহ। নিখোঁজের পর যেকোনো সময় তাকে দুর্বৃত্তরা গলাকেটে হত্যা করে মাটির নিচে পুতে রাখে।

শনিবার দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার হুগড়া ইউনিয়নের উত্তর চর হুগড়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহতের নাম রুবেল (২২)। তিনি চর হুগড়া গ্রামের দুখু মিয়ার ছেলে। পেশায় তিনি তাঁত শ্রমিক ছিলেন।

জানা গেছে, রুবেল গত বুধবার রাতের খাবার শেষে স্থানীয় একটি ক্লাবে ক্যারাম খেলতে যান। পরে তিনি আর বাড়ি ফিরেননি। তাকে অনেক খোঁজ করেও কোনো সন্ধান পায়নি তার পরিবার। শনিবার সকালে স্থানীয়রা চর হুগড়া রাস্তার পাশে মাটিতে চাপা অবস্থায় একজনের পা দেখতে পায়। এ ঘটনা জানাজানি হলে নিহতের মা এসে ছেলের লাশ শনাক্ত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

টাঙ্গাইল থানার পরিদর্শক (তদন্ত) সালাউদ্দিন জানান, লাশের গলা এবং শরীরের বিভিন্ন অংশে কাটা রয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

(ঢাকাটাইমস/০১জুলাই/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :