ফরিদপুরে আ.লীগের দুই পক্ষে সংঘর্ষ, আহত ২৫

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ জুলাই ২০১৭, ২০:২২

এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফরিদপুরের সালথায় স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। এছাড়াও ৫/৭টি বাড়ি-ঘরে ভাংচুর চালানো হয়েছে বলে জানা গেছে।

শনিবার সন্ধ্যায় স্থানীয় ভাওয়াল ইউপির ভাওয়াল গ্রামে এ সংঘর্ষ হয়।

সালথা থানার ভারপ্রাপ্ত একেএম আমিনুল হক জানান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেনের সমর্থিত মোফাজ্জেল হোসেনের সাথে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলীর সমর্থক ভাওয়াল ইউপির আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব মাতুব্বরের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষ শুরু হয়। এসময় দুই পক্ষের লোকেরা দেশীয় অস্ত্র ও ইট-পাটকেল নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া করতে থাকে।

খবর পেয়ে পুলিশ উভয় গ্রুপকে নিয়ন্ত্রণ করা চেষ্টা করে। প্রায় দু ঘণ্টা সংঘর্ষের পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

তিনি বলেন, এসময় বেশ কয়েক জন আহত হয়েছেন।

সালথা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফারুকুজ্জামান বলেন, বিএনপি থেকে সদ্য আওয়ামী লীগে যোগদানকারী মোফাজ্জেলের সাথে ভাওয়াল ইউপির আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাবের মধ্যে সংঘর্ষ হয়। তিনি বলেন, এসময় উভয় গ্রুপের কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। আহতদের বোয়ালমারী ও নগরকান্দা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

(ঢাকাটাইমস/০১জুলাই/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :