পদ্মার ভাঙন রোধে শরীয়তপুরে বাঁধ নির্মাণের দাবি

শরীয়তপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ জুলাই ২০১৭, ২১:৫২
ফাইল ছবি

পদ্মা নদীর ভাঙন রোধে স্থায়ীভাবে নদীর তীর সংরক্ষণ বাঁধ নির্মাণের দাবিতে শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বরে পদ্মা নদীর পাড়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভাঙনকবলিত স্থানীয় মানুষ।

শনিবার স্থানীয় যুবলীগের উদ্যোগে সকাল ১০টা থেকে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন হয়।

এসময় উপস্থিত ছিলেন- ৭১ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. খালেদ শওকত আলীসহ জেলা আওয়ামী লীগ ও নড়িয়া উপজেলা আওয়ামী লীগ নেতারা।

প্রসঙ্গত, শরীয়তপুরের নড়িয়া ও জাজিরা উপজেলার বিস্তীর্ণ এলাকাজুড়ে পদ্মা নদীর ভাঙন অব্যাহত রয়েছে। চলতি মৌসূমের ভাঙনে কমপক্ষে ৫০টি বসত বাড়ি, কয়েকটি মসজিদ ও শিক্ষাপ্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

(ঢাকাটাইমস/১জুলাই/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :