বেড়েছে তিস্তার পানি, নিম্নাঞ্চল প্লাবিত

লালমনিরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০২ জুলাই ২০১৭, ১০:০০ | প্রকাশিত : ০২ জুলাই ২০১৭, ০৯:৫৭
ফাইল ছবি

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রবিবার সকালে হাতীবান্ধা উপজেলার ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার সাড়ে ৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এতে করে নদীঘেঁষা কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান জানান, সকাল ছয়টার দিকে পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও নয়টার দিকে উজানের ঢলের কারণে ডালিয়া পয়েন্টে পানি বিপদসীমার সাড়ে আট সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

গতকাল সকালেও একই পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছিল। বিকাল নাগাদ পানি কমতে শুরু করলেও আজ সকালে ফের পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারাজের সবকটি গেট খুলে রাখা হয়েছে।

তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ি, টেপাখড়িবাড়ি, খালিশা চাঁপানী, ঝুনাগাছ চাঁপানী, গয়াবাড়ি ও জলঢাকা উপজেলার গোলমুণ্ডা, ডাউয়াবাড়ি, শৌলমারী ও কৈমারী ইউনিয়নের বিস্তীর্ণ এলাকার ২৫টি চর ও কয়েকটি গ্রামের মানুষ বন্যাকবলিত হয়ে পড়েছে বলে স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন।

পানি বৃদ্ধির ফলে চরাঞ্চলের নিচু অঞ্চলের বসতভিটায় বন্যার পানি প্রবেশ করেছে। নিচু অঞ্চলের লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হচ্ছে।

পূর্বছাতনাই ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল লতিফ খান শনিবার ঢাকাটাইমসকে জানান, ঝাড়সিংহের চর এলাকার বসতবাড়িতে ইতোমধ্যে বন্যার পানি প্রবেশ করেছে। এছাড়া তিস্তাবেষ্টিত কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে বলে জানান তিনি।

ঢাকাটাইমস/২জুলাই/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :