আধিপত্য বিস্তার নিয়ে ৩৫ বাড়ি ভাঙচুর

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ জুলাই ২০১৭, ১৫:২৩

ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে তিনটি গ্রামের ৩৫টি বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। রবিবার সকালে উপজেলার উমেদপুর ইউনিয়নের লক্ষ্মণদিয়া, ব্রাহিমপুর ও কদমতলা নামে তিনটি গ্রামে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

গ্রামবাসী জানায়, উমেদপুর ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সাব্দার মোল্লার সাথে দীর্ঘদিন ধরে প্রতিপক্ষ পরাজিত চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান বাবুলের কর্মী-সমর্থকদের বিরোধ চলে আসছিল। এরই সূত্র ধরে রবিবার সকালে বাবুলের কর্মী-সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে লক্ষ্মণদিয়া, ব্রাহিমপুর ও কদমতলা গ্রামে সাব্দার মোল্লার কর্মী-সমর্থকদের ওপর হামলা চালিয়ে প্রায় ৩৫-৪০টি বসতঘর ভাঙচুর করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় ওই সকল গ্রামে থমথমে অবস্থা বিরাজ করছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন জানান, আধিপত্য বিস্তার নিয়ে উমেদপুর ইউনিয়নের তিনটি গ্রামে বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

(ঢাকাটাইমস/২জুলাই/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :