দিনাজপুরে ‘যৌননিপীড়ক’ ক্রিকেট কোচ মিঠুর শাস্তি দাবি

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
| আপডেট : ০২ জুলাই ২০১৭, ১৬:৪২ | প্রকাশিত : ০২ জুলাই ২০১৭, ১৫:৩২

দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ও বিসিবির গেম ডেভলমেন্ট ক্রিকেট কোচ ‘যৌন নিপীড়ক’ আবু সামাদ মিঠুর দৃষ্টান্তমূলক শাস্তিসহ ক্রীড়াঙ্গন থেকে আজীবন নিষিদ্ধ করার দাবি জানিয়েছে নারী নির্যাতন প্রতিরোধ সম্মিলিত জোট। রবিবার বেলা সাড়ে ১১টায় দিনাজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে জোটের পক্ষ থেকে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নারী নির্যাতন প্রতিরোধ সম্মিলিত জোটের আহ্বায়ক আবুল কালাম আজাদ বলেন, যৌন হয়রানির শাস্তি দাবি করে ভিকটিমের বাবা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মীর খায়রুল আলমের কাছে প্রতিকার চেয়ে আবেদন করেন। কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা হয়নি। ডিএসএর কর্তৃপক্ষ কালক্ষেপন করায় জেলার ক্রীড়াঙ্গন উতপ্ত হয়ে উঠছে।

ক্রিকেট কোচ মিঠুর বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলনে যাবার ঘোষণা দেন নারী নির্যাতন প্রতিরোধ সম্মিলিত জোটের নেতারা।

এসময় উপস্থিত ছিলেন- ক্রীড়া সংগঠক রফিকুল ইসলাম, মহিলা পরিষদের সভানেত্রী কানিজ রহমান, নারী নেত্রী আরজু বেগম, শাহনাজ পারভীন প্রমুখ।

প্রসঙ্গত, ১ জুন দিনাজপুর স্পোর্টস ভিলেজে ক্রিকেট কোচ আবু সামাদ মিঠু একজন প্রমীলা ক্রিকেটারকে যৌন হয়রানি করেছেন বলে অভিযোগ রয়েছে।

(ঢাকাটাইমস/২জুলাই/এসএএস/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :