জামিন পেয়েছেন সিটিসেলের এমডি মেহবুব

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ জুলাই ২০১৭, ১৭:১৮

আরব-বাংলাদেশ (এবি) ব্যংকের সাড়ে তিনশ কোটি টাকা আত্মসাতের মামলায় গ্রেপ্তার হওয়া সিটিসেলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মেহবুব চৌধুরী জামিন পেয়েছেন।

রবিবার ঢাকা মহানগর হাকিম লস্কর সোহেল রানা শুনানি শেষে তার জামিন আবেদন মঞ্জুর করেন।

এর আগে গত শনিবার বিকাল ৩টায় তিনি শ্রীলঙ্কা থেকে দেশে ফেরার পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেই গ্রেপ্তার হন। এরপর রবিবার দুপুর ১টার দিকে তাকে ঢাকা সিএমএম আদালতে হাজির করে আদালতের হাজতখানায় রাখা হয়। পরে বেলা ৩টায় তার জামিন আবেদন এবং দুদকের কারাগারে আটক রাখার আবেদনের ওপর শুনানি হয়।

এরও আগে গত ২৮ জুন দুদকের উপ-পরিচালক শেখ আবদুস ছালাম রাজধানীর বনানী মডেল থানায় এ মামলা করেন।

মামলায় এ আসামি ছাড়াও প্যাসিফিক টেলিকম বাংলাদেশ লিমিটেডের (পিবিটিএল) চেয়ারম্যান এম মোরশেদ খানসহ আরও ১৫ জন আসামি রয়েছেন।

মামলার অপর আসামিরা হলেন- পিবিটিএল’র ভাইস চেয়ারম্যান আসগর করিম, পরিচালক নাছরিন খান, এবি ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক কাইজার আহমেদ চৌধুরী, এম ফজলুর রহমান, শামীম আহম্মেদ চৌধুরী, মসিউর রহমান চৌধুরী, ব্যাংকটির ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের কর্মকর্তা সালমা আক্তার, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মহাদেব সরকার সুমন, এসভিপি ও রিলেশনশিপ ম্যানেজার সৈয়দ ফরহাদ আলম, আরশাদ মাহমুদ খান, মো. জাহাঙ্গীর আলম, ব্যাংকটির সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (অপারেশন বিভাগ) শাহানুর পারভীন চৌধুরী, এভিপি ও শাখা ব্যবস্থাপক জার ই এলাহী খান ও রিলেশনশিপ অফিসার মো. কামারুজ্জামান।

মামলায় বলা হয়, আসামিরা অন্যায়ভাবে আর্থিক লাভের জন্য পিবিটিএল এর ব্যাংক গ্যারান্টির আবেদন যাচাই-বাছাই না করেই এবি ব্যাংকের মহাখালী শাখার দেয়া প্রস্তাব প্রধান কার্যালয়ে পাঠান।

পরে তিনজন ব্যবস্থাপনা পরিচালকের সহায়তায় চারটি বোর্ড সভার মাধ্যমে ৩৪৮ কোটি ৫০ লাখ টাকার অপরিবর্তনীয় শর্তবিহীন ব্যাংক গ্যারান্টি অনুমোদন করা হয়। পরে দুদকের তদন্তে এবি ৩৩০ কোটি ২২ লাখ ১০ হাজার ৩৬৩ টাকা আত্মসাতের প্রমাণ পায়।

(ঢাকাটাইমস/০২জুলাই/আরজেড/জেবি)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি

আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি

কক্সবাজারে কতজন রোহিঙ্গা ভোটার, তালিকা চেয়েছেন হাইকোর্ট

সাউথ এশিয়ান ল' ইয়ার্স ফোরাম ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল চ্যাপ্টারের দায়িত্ব পুনর্বণ্টন

আদেশ প্রতিপালন না হওয়ায় চট্টগ্রামের ডিসি এসপিসহ চার জনকে হাইকোর্টে তলব

১১ মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগের শুনানি ২৯ জুলাই

২৮ দিন পর খুলল সুপ্রিম কোর্ট

ব্যবসায়ী নাসিরের মামলা: পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি

বোট ক্লাব কাণ্ড: পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

সেই রাতে ৮৭ হাজার টাকার মদ খেয়েছিলেন পরীমনি, পার্সেল না দেওয়ায় তাণ্ডব

এই বিভাগের সব খবর

শিরোনাম :