একরামুল হক হত্যা মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

ফেনী প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৩ জুলাই ২০১৭, ১০:১৩ | প্রকাশিত : ০৩ জুলাই ২০১৭, ০৯:০০

ফেনীতে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সোহেল নামে এক যুবক নিহত হয়েছেন, যিনি ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি বলে জানিয়েছে র‌্যাব।

সোমবার ভোরে জেলা শহরের বিরিঞ্চি এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে পিস্তল ও গুলি উদ্ধার করার কথা জানিয়েছে র‌্যাব।

নিহত সোহেল বিরিঞ্চির হাঙ্কার এলাকার জাফরউল্লাহর ছেলে। তিনি ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক হত্যা মামলার আসামি। এছাড়া তার বিরুদ্ধে হত্যাসহ আরও কয়েকটি মামলা রয়েছে বলে জানা গেছে।

র‌্যাব জানায়, ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে র‌্যাব সদস্যরা বিরিঞ্চি এলাকায় গেলে ডাকাতরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি ছুড়লে সোহেল গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান।

র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়েত জামিল ফাহিম জানান, বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি রিভলবার ও গুলি উদ্ধার করেছেন।

ফেনী সদর মডেল থানা-পুলিশ মরদেহ উদ্ধার করে ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ঢাকাটাইমস/৩জুলাই/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :