ব্যারিস্টার আমীরের দুঃখ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ জুলাই ২০১৭, ১৫:৪১

‘আমার দুঃখ হলো ১৯৭২ সালের সংবিধানে বিচারক নিয়োগের জন্য আইন করার কথা আছে। কিন্তু অর্ধশত বছরেও সেই আইন করা হয়নি। এটাই আমার দুঃখ।’

উচ্চ আদালতের বিচারপতিদের অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের হাতে নেয়া ষোড়শ সংশোধনী বাতিল করে হাইকোর্টের রায় আপিল বিভাগেও বহাল থাকার পর এক প্রতিক্রিয়ায় এ কথা বলেন জ্যেষ্ঠ আইনজীবী আমীর-উল ইসলাম। তিনি দ্রুত বিচারপতি নিয়োগে আইন তৈরির জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছেন।

কী কী যোগ্যতা বলে একজন বিচারক নিয়োগ পাবেন-সরকার সেটি নির্দিষ্ট করে আইন করবে বলে আশার কথা বলেন স্বাধীনতার পর প্রথম সংবিধান প্রণেতাদের অন্যতম সদস্য। তিনি বলেন, ‘একজন দক্ষ ও যোগ্য বিচারক নিয়োগ হলে অপসারণের বিষয়টি গৌণ হয়ে যাবে।’

ষোড়শ সংশোধনীর শুনানিতে তার বক্তব্যের বিষয়টি উল্লেখ করে সুপ্রিম কোর্টের এই আইনজীবী বলেন, ‘আদালতের শুনানিতে আমি বলেছিলাম, শ্রীলংকা মালয়েশিয়া, ভারতবর্ষসহ পৃথিবীর বিভিন্ন দেশে সংসদের হাতে অপসারণের বিধান বলবৎ আছে। কিন্তু ওই সব দেশে এই ব্যব্স্থায় প্রয়োগের অভিজ্ঞতা শুভ নয়। শ্রীলংকা এবং মালয়েশিয়াতে বড় ধরনের সংঘাত হয়েছে, আমি এসব তথ্য আদালতকে জানিয়েছি। এই সংসদের হাতে ক্ষমতা দেয়া সংক্রান্ত বিধানের ফলে কী কী সমস্যা হতে পারে তা আমি আদালতের কাছে তুলে ধরেছি।’

বিচারপতি অপসারণে কোন ব্যবস্থা ভাল সাংবাদিকরা জানতে চাইলে আমীর উল ইসলাম বলেন, ‘কোন ব্যবস্থা ভাল কোন ব্যবস্থা খারাব এ সিদ্ধান্ত দেয়ার এখতিয়ার আমার নেই। এটা সিদ্ধান্ত দেয়ার এখতিয়ার আদালতের। আদালত আজ সে সিদ্ধান্ত দিয়েছেন।’

রায়ের পর বিচারপতি অপসারণে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হয়েছে কিনা জানতে চাইলে এই আইনজীবী বলেন, ‘না। ষোড়শ সংশোধনী বাতিল হওয়ায় আগের অবস্থা অর্থাৎ সুপ্রিম জুডিশিয়াল ব্যবস্থা বলবত রয়েছে বলে ধরে নিতে হবে।’

(ঢাকাটাইমস/ ০৩ জুলাই/এমএবি/ডব্লিউবি)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

সাবেক সচিব প্রশান্ত কুমারকে কারাগারে পাঠালেন আদালত

৩১ মার্চ পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এম ইনায়েতুর রহিম

বিচারপতির আসনে ছাদ বেয়ে পানি, বিচারকাজ বন্ধ ১৮ মিনিট

আগাম জামিন পেলেন অ্যাডভোকেট যুথিসহ চার আইনজীবী

জামিন নিতে এসে রায় শুনে পালিয়ে গেলেন হলমার্ক কেলেঙ্কারির আসামি

তিন মাসের মধ্যে সালাম মুর্শেদীকে গুলশানের বাড়ি ছাড়ার নির্দেশ

হলমার্ক কেলেঙ্কারি: তানভীর ও তার স্ত্রীসহ নয়জনের যাবজ্জীবন

সুপ্রিম কোর্ট বারে মারামারি: নাহিদ সুলতানা যুথীর জামিন শুনতে নতুন বেঞ্চ নির্ধারণ

পি কে হালদারের ১৩ সহযোগীর সাজা বাড়ানোর আবেদন দুদকের

ড. ইউনূসের সাজা ও দণ্ড স্থগিতের আদেশ হাইকোর্টে বাতিল

এই বিভাগের সব খবর

শিরোনাম :