রিজভীসহ ৮৭ জনের বিরুদ্ধে চার্জগঠন ২০ সেপ্টেম্বর

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ জুলাই ২০১৭, ১৬:৪৪
ফাইল ছবি

নাশকতার একটি মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদসহ ৮৭ জনের বিরুদ্ধে চার্জগঠনের শুনানির দিন আগামী ২০ সেপ্টেম্বর ধার্য করেছে আদালত।

সোমবার মামলাটিতে চার্জগঠনের শুনানির দিন ধার্য ছিল। কিন্তু এদিন আসামি রুহুল কবির রিজভী আহমেদসহ কয়েকজন আসামি আদালতে হাজির না হতে পারায় তাদের পক্ষে অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া সময় আবেদন করেন।

শুনানি শেষে ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জাহিদুল কবির সময় আবেদন মঞ্জুর করে এ নতুন তারিখ ঠিক করেন।

তবে শুনানিকালে এ মামলায় জামিনে থাকা আসামি বিএনপি নেতা এমকে আনোয়ার, আমান উল্লাহ আমান, হাবিবুন নবী খান সোহেল, বরকত উল্লাহ বুলু, সেলিমা রহমান, শওকত মাহমুদসহ প্রমুখ আদালতে উপস্থিত ছিলেন।

মতিঝিল থানাথীন সাদেক হোসেন খোকা রোর্ডের সাজেদা টাওয়ারের সামনে রাস্তার উপর নাশকতার অভিযোগে ৭৬ জনের বিরুদ্ধে রাজধানীর মতিঝিল থানায় ২০১৫ সালের ২৫ জানুয়ারি এএসআই আব্দুল্লাহ আল মামুন মামলা দায়ের করেন।

মামলাটি তদন্তের পর ২০১৬ সালের ৩১ মার্চ মতিঝিল থানার এসআই মো. জামাল হোসেন ৮৭ জনের বিরুদ্ধে বিস্ফোরক ও দণ্ডবিধি আইনে দুটি আদালতে চার্জশিট দাখিল করেন।

চার্জশিটে উল্লেখযোগ্য অপর আসামিরা হলেন, বিএনপি নেতা মারুফ কামাল খান সোহেল, শামসুর রহমান শিমুল বিশ্বাস, শিরিন আক্তার, শফিউল বারী বাবু, আজিজুল বারী হেলাল, মীর শরাফাত আলী সফু ও লতিফ কমিশনার।

মামলার অভিযোগে বলা হয়, মতিঝিল থানাথীন সাদেক হোসেন খোকা রোডের সাজেদা টাওয়ারের সামনে রাস্তার উপর আসামিরা ২০ দলীয় জোটের ডাকা হরতাল ও অবরোধ কমসূচি সফল করার জন্য তিতাস গ্যাসের স্টাফ বাসে আগুন ধরিয়ে দেন। এরপর তারা আরও ত্রাস সৃষ্টির জন্য রাস্তার উপর ২/৩টি ককটেল বিস্ফোরণ ঘটান।

(ঢাকাটাইমস/০৩জুলাই/আরজেড/জেবি)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

ব্যবসায়ী নাসিরের মামলা: পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি

বোট ক্লাব কাণ্ড: পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

সেই রাতে ৮৭ হাজার টাকার মদ খেয়েছিলেন পরীমনি, পার্সেল না দেওয়ায় তাণ্ডব

বোট ক্লাব কাণ্ড: প্রতিবেদন দিল পিবিআই, ব্যবসায়ী নাসিরের মামলায় ফেঁসে যাচ্ছেন পরীমনি?

ড. ইউনূসকে স্থায়ী জামিন দেননি শ্রম আপিল ট্রাইব্যুনাল

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: আসামিদের তিনদিনের রিমান্ড

অরিত্রীর আত্মহত্যা: চতুর্থ বারের মতো পেছাল রায় ঘোষণার দিন, কী কারণ?

অরিত্রীর আত্মহত্যা: ভিকারুননিসার ২ শিক্ষকের বিরুদ্ধে মামলার রায় আজ

বুয়েট শিক্ষার্থী ইমতিয়াজ রাব্বিকে হলের সিট ফেরত দেওয়ার নির্দেশ

আত্মসমর্পণের পর ট্রান্সকমের ৩ কর্মকর্তার জামিন

এই বিভাগের সব খবর

শিরোনাম :