কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় হচ্ছে অর্থনৈতিক অঞ্চল

নিজস্ব প্রতবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৩ জুলাই ২০১৭, ২০:১১ | প্রকাশিত : ০৩ জুলাই ২০১৭, ১৮:৫০

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় একটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)। পাকুন্দিয়ায় ৯১.৬৩ একর জমি উন্নয়নের জন্য কিশোরগঞ্জ অর্থনৈতিক অঞ্চলকে (কেইজেড) সোমবার প্রাক যোগ্যতা লাইসেন্স দিয়েছে।

বেজার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর সোনারগাঁ হোটেলে অনুষ্ঠিত এই লাইসেন্স প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসডিজি বিষয়ক প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন নিটল-নিলয় গ্রুপ ও কেইজেড চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদ।

অনুষ্ঠানে আবুল কালাম আজাদ বলেন, লাল ফিতার দৌরাত্ম্য এখন আর নেই। ইকোনমিক জোন স্থাপনের স্বপ্ন এখন বাস্তবায়ন হচ্ছে। প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে এই স্বপ্ন আরও এগিয়ে যাবে।

বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী বলেন, কিশোরগঞ্জে উল্লেখযোগ্য কোনো শিল্প নেই। সেখানে চিনিকলে যে কর্মসংস্থান ছিল অর্থনৈতিক অঞ্চল হলে সেই কর্মসংস্থান আবার তৈরি হবে। আমরা এমন পদক্ষেপ নিচ্ছি যেন কোনো জমি অলস পড়ে না থাকে। এইজন্য আমরা ব্যাপক কাজ চালিয়ে যাচ্ছে।

নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদ বলেন, আমরা আশা করছি আগামী পাঁচ মাসের মধ্যে এ অর্থনৈতিক অঞ্চলটি বিনিয়োগের উপযোগী করে ফেলতে পারব। এর মধ্যেই সেখানে একটি কারখানা নির্মাণ শুরু হবে। সব মিলিয়ে আমরা এ অর্থনৈতিক অঞ্চলে ১০০ থেকে ১২৫টি মাঝারি কারখানা করার জন্য জমি দিতে পারব।

নিটল-নিলয় গ্রুপের উদ্যোগ কেইজেড কিশোরগঞ্জ জেলার হাওর অঞ্চলের অর্থনৈতিক অবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

২০৩০ সাল নাগাদ ১০০টি অর্থনৈতিক অঞ্চল (ইজেড) প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল আইন ২০১০-এর আওতায় বেজা গঠন করা হয়। এর লক্ষ্য হচ্ছে অধিকসংখ্যক বিনিয়োগকারী আকৃষ্ট করার পাশাপাশি এক কোটিরও বেশি লোকের কর্মসংস্থান সৃষ্টি এবং রপ্তানি আয় বৃদ্ধি।

(ঢাকাটাইমস/০৩জুলাই/জেআর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

ভর্তুকি কমানোর পদক্ষেপ জানতে চায় আইএমএফ

ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং অফিসারদের আর্থিক অন্তর্ভুক্তি বিষয়ক প্রশিক্ষণ

ইসলামী ব্যাংকের ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা

সোনার দাম কমলো ভরিতে ২১৩৯ টাকা

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর নতুন ৫টি কালেকশন বুথের উদ্বোধন

ডিএমডি হিসেবে পদোন্নতি পেলেন নুরুল ইসলাম মজুমদার

প্রিমিয়ার ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আবু জাফর

সোনালী লাইফের অফিস ভাড়াকে ভবনের ক্রয়মূল্যের অগ্রিম পরিশোধ দেখানোর দাবি

ভ্যাট ফাঁকি বন্ধ করতে ব্যবসা প্রতিষ্ঠানে ইএফডি ডিভাইস বসানোর উদ্যোগ নেওয়া হবে: অর্থ প্রতিমন্ত্রী

পাটজাত পণ্যের বৈশ্বিক বাজারকে কাজে লাগাতে হবে: পাটমন্ত্রী

এই বিভাগের সব খবর

শিরোনাম :