গাজীপুরে কারখানায় বয়লার বিস্ফোরণ, নিহত ৯

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৩ জুলাই ২০১৭, ২৩:৫৩ | প্রকাশিত : ০৩ জুলাই ২০১৭, ২১:১৭

গাজীপুরের কাশিমপুরের নয়াপাড়া এলাকায় মাল্টি ফ্যাবস লিমিটেড নামের একটি কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন নিহত এবং অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আহত বেশ কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজেও পাঠানো হয়েছে।

ঘটনার সময় কারখানা ভবনের একাংশ হেলে পড়ে এবং কিছু অংশ ধসে পড়ে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন গাজীপুর জেলা প্রশাসক ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবীর, অতিরিক্ত পুলিশ সুপার শাখাওয়াত হোসেনসহ পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

পুলিশ ও ফায়ার সার্ভিস বিভাগ জানায়, ওই কারখানার নিচ তলায় ডায়িং সেকশনের কাজ চলছিল। সোমবার সন্ধ্যা ৭টার দিকে হঠাৎ বিকট শব্দে বয়লার বিস্ফোরণ ঘটে। এতে চার তলা ভবনের একাংশ ভেঙে দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরের কিছু অংশ ধসে পড়ে। এসময় কারখানার দেয়াল ও মেশিনারিজের নিচে চাপা পড়ে অন্তত নয়জন শ্রমিক মারা যান। আহত হন অর্ধশতাধিক।

আহতদের উদ্ধার করে স্থানীয় শরীফ মেডিক্যাল ও পপুলার হাসপাতালসহ আশেপাশের ক্লিনিকে ভর্তি করা হয়। এছাড়া বেশ কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় অ্যাম্বুলেন্সযোগে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

টঙ্গী, গাজীপুর, কালিয়াকৈরসহ ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের দমকল কর্মীরা স্থানীয়দের সহায়তায় উদ্ধার তৎপরতা চালাচ্ছে। ধ্বংসস্তুপের নিচে আরও হতাহত রয়েছেন কি না তা খোঁজে দেখা হচ্ছে।

বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর থেকে এলাকাটিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে।

বয়লার বিস্ফোরণের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

তদন্ত কমিটি গঠন

জেলা প্রশাসনের পক্ষ থেকে ঘটনার কারণ অনুসন্ধানে আট সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক ড. দেওয়ান হুমায়ুন কবীর ঢাকাটাইমসকে জানান, বয়লার বিস্ফোরণের ঘটনার কারণ অনুসন্ধানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাহেনুল ইসলামকে প্রধান করে আট সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ডিসি জানান, কমিটি আগামী সাত কর্মদিবসের ভেতর তাদের রিপোর্ট জমা দেবে। এছাড়া মরদেহ দাফনের জন্য নিহতের প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা অনুদান দেয়া হবে।

(ঢাকাটাইমস/০৩জুলাই/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :